ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া ছেলেকে স্কুলে ভর্তি করাতে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব নিজের অভিনীত সিনেমা দেখে আবেগে কেঁদে দিলেন ‘দ্য রক’ জটিল রোগে ভুগছেন জাংকুক সরকারের ওপর চাপ বেড়েছে ঋণ পরিশোধের কোনো ব্লেম নিতে রাজি নই শেষ পর্যন্ত যুদ্ধ করবো-সিইসি ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের হাইকোর্টের আদেশ স্থগিত ডাকসু নির্বাচনে বাধা নেই তিন প্যানেলের ইশতেহার ঘোষণা সবারই প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস ডাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না : ছাত্রদল হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রভাব: চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়ালো

কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে- সেলিমা রহমান

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৪:৪৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৪:৪৪:৪২ অপরাহ্ন
কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে- সেলিমা রহমান
কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, গত শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রজন্ম ৭১ আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন, সেলিমা রহমান বলেন, আমরা একটি দুঃশাসনকে ক্ষমতা থেকে সরাতে বাধ্য করেছি। কিন্তু এখনো দেশের স্বৈরাচারী দোসরদের পদধ্বনী শোনা যাচ্ছে। বিভিন্ন দাবি-দাওয়া তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বিএনপির সব সময় জনগণের ভোটাধিকারের পক্ষে কাজ করছে। গত ১৭ বছর ধরে নেতাকর্মীরা নির্যাতন সহ্য করছে। বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছিল তাকে নিঃশেষ করতে স্বৈরাশাসক সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিল। বিএনপির এই নেতা বলেন, আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস এই দিনে ইলিয়াস আলী চৌধুরী আলমসহ অনেক নিখোঁজ নেতাকে মনে পড়ে, তাদের খোঁজ আজও মিলেনি, গত ১০ বছর একটি রাজনৈতিক দল শুধু নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে। অথচ এখন কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করতে চাইছে যা স্বৈরশাসনের পদধ্বনি ইঙ্গিত বহন করছে, তবে দেশের জনগণ তা হতে দেবে না। ভিপি নুরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্রনেতা নুরের অবস্থা এখন গুরুতর। দেশে যে অরাজকতা ও আইনশৃঙ্খলার অবনতির ঘটেছে তা খুঁজে বের করতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের গণতন্ত্রের পথ নিশ্চিত করতে হবে। বাংলাদেশ প্রজন্ম ৭১ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ডালি আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমাতুল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রফিক সিকদার, বিএনপি সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিমসহ আরো বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স