ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পুতিন, শি জিনপিং এবং কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: ট্রাম্প সৌদি রাজতন্ত্রে একক ক্ষমতাধর মোহাম্মদ বিন সালমান ভেনেজুয়েলার নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জোট গড়ছে চীন দেশের হয়ে ম্যাচে খেলতে চাইছেন না মেসি! ভেজা চোখে ম্যানইউ ছাড়লেন অ্যান্টনি সাড়ে ৫ ঘণ্টা বিলম্ব হলো বাংলাদেশ ফুটবল দলের ফ্লাইট ভারতে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান বেঙ্গালুরু ট্র্যাজেডি নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি স্পনসর ছাড়াই এশিয়া কাপ খেলবে ভারত পাকিস্তানের সাথে জয় পেলো আফগানরা বিসিবির নির্বাচনে মুখোমুখি বুলবুল-তামিম গত ৫ বছরে ৪৬৫ কোটি টাকা ভাগাভাগি পদ্মা-মেঘনা-যমুনায় অদৃশ্য শক্তি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে-গয়েশ্বর সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার ৩০ অক্টোবরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে, আশা শিক্ষা উপদেষ্টার নিষিদ্ধ আ’লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার ডাকসুর প্রার্থীকে গণধর্ষণের হুমকির ঘটনা তদন্তে কমিটি

কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে- সেলিমা রহমান

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৪:৪৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৪:৪৪:৪২ অপরাহ্ন
কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে- সেলিমা রহমান
কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, গত শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রজন্ম ৭১ আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন, সেলিমা রহমান বলেন, আমরা একটি দুঃশাসনকে ক্ষমতা থেকে সরাতে বাধ্য করেছি। কিন্তু এখনো দেশের স্বৈরাচারী দোসরদের পদধ্বনী শোনা যাচ্ছে। বিভিন্ন দাবি-দাওয়া তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বিএনপির সব সময় জনগণের ভোটাধিকারের পক্ষে কাজ করছে। গত ১৭ বছর ধরে নেতাকর্মীরা নির্যাতন সহ্য করছে। বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছিল তাকে নিঃশেষ করতে স্বৈরাশাসক সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিল। বিএনপির এই নেতা বলেন, আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস এই দিনে ইলিয়াস আলী চৌধুরী আলমসহ অনেক নিখোঁজ নেতাকে মনে পড়ে, তাদের খোঁজ আজও মিলেনি, গত ১০ বছর একটি রাজনৈতিক দল শুধু নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে। অথচ এখন কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করতে চাইছে যা স্বৈরশাসনের পদধ্বনি ইঙ্গিত বহন করছে, তবে দেশের জনগণ তা হতে দেবে না। ভিপি নুরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্রনেতা নুরের অবস্থা এখন গুরুতর। দেশে যে অরাজকতা ও আইনশৃঙ্খলার অবনতির ঘটেছে তা খুঁজে বের করতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের গণতন্ত্রের পথ নিশ্চিত করতে হবে। বাংলাদেশ প্রজন্ম ৭১ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ডালি আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমাতুল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রফিক সিকদার, বিএনপি সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিমসহ আরো বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স