ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’ সাইমন টোফেলকে নিয়োগ দিলো বিসিবি কর্মশালার মাধ্যমে জাপানিজ ভাষা শিক্ষা দিচ্ছে আর আর গ্রুপ নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে নুর ভালো আছেন তবে ব্যথা আছে -ঢামেক পরিচালক বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ফের রাজনীতিতে বাড়ছে উত্তাপ হলে রাত্রিকালীন বিধিনিষেধ প্রত্যাহার চায় বাম ছাত্রসংগঠনগুলো পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার ‘বাঘ’ আসতে বাধা কোথায় ১২৩ সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে-স্বরাষ্ট্র উপদেষ্টা চবিতে সংঘর্ষে আহত দেড় শতাধিক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি ঢাবি শিক্ষক কার্জনসহ ২ জনের জামিন মেলেনি ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট, শুনানি আগামীকাল

কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে- সেলিমা রহমান

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৪:৪৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৪:৪৪:৪২ অপরাহ্ন
কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে- সেলিমা রহমান
কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, গত শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রজন্ম ৭১ আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন, সেলিমা রহমান বলেন, আমরা একটি দুঃশাসনকে ক্ষমতা থেকে সরাতে বাধ্য করেছি। কিন্তু এখনো দেশের স্বৈরাচারী দোসরদের পদধ্বনী শোনা যাচ্ছে। বিভিন্ন দাবি-দাওয়া তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বিএনপির সব সময় জনগণের ভোটাধিকারের পক্ষে কাজ করছে। গত ১৭ বছর ধরে নেতাকর্মীরা নির্যাতন সহ্য করছে। বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছিল তাকে নিঃশেষ করতে স্বৈরাশাসক সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিল। বিএনপির এই নেতা বলেন, আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস এই দিনে ইলিয়াস আলী চৌধুরী আলমসহ অনেক নিখোঁজ নেতাকে মনে পড়ে, তাদের খোঁজ আজও মিলেনি, গত ১০ বছর একটি রাজনৈতিক দল শুধু নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে। অথচ এখন কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করতে চাইছে যা স্বৈরশাসনের পদধ্বনি ইঙ্গিত বহন করছে, তবে দেশের জনগণ তা হতে দেবে না। ভিপি নুরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্রনেতা নুরের অবস্থা এখন গুরুতর। দেশে যে অরাজকতা ও আইনশৃঙ্খলার অবনতির ঘটেছে তা খুঁজে বের করতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের গণতন্ত্রের পথ নিশ্চিত করতে হবে। বাংলাদেশ প্রজন্ম ৭১ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ডালি আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমাতুল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রফিক সিকদার, বিএনপি সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিমসহ আরো বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স