
তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ
- আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৫:২৪:২২ অপরাহ্ন
- আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৫:২৪:২২ অপরাহ্ন


তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে মহাসমাবেশ করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি না মানলে সমাবেশ থেকে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষকদের সংগঠন ঐক্য পরিষদ। গতকাল শনিবার সমাবেশ থেকে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহŸায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ হুঁশিয়ারি দেন।
সরকারি প্রাথমিক শিক্ষা ঐক্যপরিষদ জানিয়েছে, অনতিবিলম্বে প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হবে। এদিন সকালে শহিদ মিনারে তিন দফা দাবিতে শুরু হয় সরকারি প্রাথমিক শিক্ষকদের সমাবেশ। দেশের বিভিন্ন স্থান থেকে সমাবেশে উপস্থিত হন শিক্ষকরা। শিক্ষকদের এ সমাবেশের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, মহাসমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন এবং এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন। যদি এই মহাসমাবেশ থেকে আমাদের দাবি পূরণ না হয়, তবে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হবে। তিরি বলেন, সকাল ৯টা থেকে মহাসমাবেশ চলছে। মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়ার পর বিকাল ৩টায় মহাসমাবেশ শেষ হবে। সমাবেশ শেষে নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে বক্তারা জানান, ৫ আগস্টের পর প্রাথমিক শিক্ষকরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছেন। প্রাথমিক শিক্ষকদের এ বৈষম্য দূর করতে ১১তম গ্রেডে বেতন উন্নীতকরণসহ তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে। তারা আরও জানান, তিন দফা দাবি বাস্তবায়নে বিলম্ব হলে স্কুলে স্কুলে তালা দেয়াসহ কঠোর থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ