
নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৫:২৩:১৭ অপরাহ্ন
- আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৫:২৩:১৭ অপরাহ্ন


গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা করতে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশনা দিচ্ছেন বলে যে অডিও সোশাল মিডিয়ায় ছড়িয়েছে, সেটি ভুয়া বলে দাবি করেছে তার মন্ত্রণালয়। গতকাল শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রকৃতপক্ষে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়, এটি একটি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা অন্যভাবে সৃষ্ট বিকৃত কণ্ঠ। একজন সচেতন মানুষ যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ চেনেন, তিনি বুঝতে পারবেন এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো কণ্ঠ নয়।”গত শুক্রবার রাতে কাকরাইলে নুরসহ তার দলের নেতাকর্মীরা যৌথবাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন। নুরের চিকিৎসায় রাতেই মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল। এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি অডিও সোশাল মিডিয়ায় ছড়িয়েছে। কথিত এ কল রেকর্ডে স্বরাষ্ট্র উপদেষ্টার মতো কণ্ঠে এক ব্যক্তি এক পুলিশ কর্মকর্তাকে বলছেন, “গণঅধিকারের নুর জাতীয় পার্টির অফিসে গিয়ে হামলা করতে পারে, আপনারা সবাই ওখানে যান। ৃগণহারে লাঠিচার্জ করবেন। নূরকে সামনে পেলে হাত-পা ভেঙে দেবেন।”এসময় অপর প্রান্তে থাকা পুলিশ কর্মকর্তা বলেন, “এতে পরিস্থিতি ঘোলাটে হতে পারে, আমার মনে হচ্ছে।”তখন নির্দেশদাতা বলেন, “এতো বেশি বুঝেন কেন, প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশ আছে। আপনাকে যা বলছি ,তাই করেন। না হলে আপনারেই শোকজ কইরা দিমু।” স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, “স্বরাষ্ট্র উপদেষ্টার নামে এ ধরনের ভুয়া অডিও রেকর্ড তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার ঘটনা সাধারণ জনগণের নিকট মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে- যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থী। এর মাধ্যমে সমাজে গুজব ছড়িয়ে পড়ছে এবং জনগণ প্রকৃত সত্য তথ্য থেকে বঞ্চিত হচ্ছে।”এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, “নুরুল হকের মাথায় আঘাত রয়েছে। তার নাকের হাড় ভেঙে গেছে; যে কারণে অনেক রক্তক্ষরণ হয়েছিল। তার রক্তক্ষরণ আগেই বন্ধ হয়েছে ও জ্ঞান ফিরেছে।”
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ