ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

জমে উঠেছে ভোটের মাঠ

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৫:১৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৫:১৬:৩২ অপরাহ্ন
জমে উঠেছে ভোটের মাঠ
* গেস্টরুম-গণরুম সংস্কৃতি বন্ধের প্রতিশ্রæতিসহ ৮ দফা ইশতেহার বৈষম্যবিরোধী প্যানেলের * ডাকসু নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতায় ৫ প্যানেল * টাকা ও ডলারের আদলে লিফলেট ছাপিয়ে প্রচার ভোটের মাঠে প্রার্থীদের ব্যাপক উৎসাহ ও ভিন্ন ভিন্ন কৌশলে জমে উঠেছে ডাকসু নির্বাচন। এতে সরগরম হচ্ছে ঢাবি প্রাঙ্গণও। এরই মধ্যে ছাত্রদলের ইশতেহার ঘোষণা করা হয়েছে। নানা ধরনের লিফলেট এবং হ্যান্ডবিল নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে লিফলেট তৈরিতে সৃজনশীল অনেক পন্থা অবলম্বন করছেন প্রার্থীরা। অনেক প্রার্থী লিফলেটে কিউআর কোড ব্যবহার করছেন। সেই কিউআর কোড স্ক্যান করলেই প্রার্থীর ইশতেহার দেখা যাচ্ছে। অনেক প্রার্থীর লিফলেটে স্থান পাচ্ছে তাদের শিক্ষার্থীবান্ধব কর্মকাÐ এবং যোগ্যতার বিবরণ। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে টাকার আদলে তৈরি লিফলেট। সরেজমিনে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা চলছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সব শিক্ষার্থীর কাছে নাম ও ব্যালট নাম্বার পৌঁছাতে বেগ পেতে হচ্ছে প্রার্থীদের। ফলে কোনো কোনো প্রার্থী নিয়েছেন অভিনব কৌশল। ভোটারদের আকৃষ্ট করতে টাকা ও ডলারের আদলে লিফলেট বানিয়ে চালাচ্ছেন প্রচার। ডাকসু ও হল সংসদের তফসিল অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। ছেলেদের হলে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ও মেয়েদের হলে রাত ১০টা পর্যন্ত প্রচারের সুযোগ রয়েছে। তবে প্রচারে মানতে হচ্ছে কড়া আচরণবিধি। তবে আচরণবিধি অনুযায়ী, প্রার্থীরা যেকোনো হ্যান্ডবিল, পোস্টার ও লিফলেট বিলি করতে পারবেন। তবে ক্যাম্পাসের কোথাও এগুলো টানানো কিংবা সাঁটানো যাবে না। ফলে লিফলেট ছাড়া এবার তেমন দৃশ্যমান প্রচার করতে পারছেন না প্রার্থীরা। এতে বেগ পেতে হচ্ছে তাদের। এ অবস্থায় প্রচারে ব্যতিক্রমী কৌশল নিয়েছেন কয়েকজন প্রার্থী। তাদের মধ্যে অন্যতম মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. আরাফাত হোসেন। ডাকসু নির্বাচনে সদস্যপদে প্রার্থী হয়েছেন তিনি। তার ব্যালট নাম্বার ১৭০। ভোটারদের আকৃষ্ট করতে বাংলাদেশের এক হাজার টাকার নোটের আদলে লিফলেট ছাপিয়ে প্রচার চালাচ্ছেন তিনি। এক হাজার টাকার নোটের আদলে বানানো এই ব্যালটের সামনের অংশে ‘বাংলাদেশ ব্যাংক’ এর জায়গায় লেখা হয়েছে ‘ডাকসু ভোট ব্যাংক’। আর ‘চাহিবামাত্র ইহার বাহককে এক হাজার টাকা দিতে বাধ্য থাকিবেন’ এর জায়গায় লেখা হয়েছে ‘চাহিবামাত্র ইহার প্রার্থীকে একশত সত্তর ব্যালটে ভোট দিয়ে বাধিত করবেন’। আসল নোটে যেখানে গভর্নরের নাম লেখা থাকে, সেখানে ব্যালটে লেখা হয়েছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কার্যকরী সদস্য পদপ্রার্থী মো. আরাফাত হোসেন’। আর পদবি হিসেবে লেখা হয়েছে উদ্যোক্তা। আর পেছনের অংশে আসল নোটে যেখানে জাতীয় সংসদের ছবি থাকে, সেখানে ব্যালটে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ছবি’ রাখা হয়েছে। এই ছবির পাশেই দেওয়া হয়েছে একটি কিউআর কোড। সেটি স্ক্যান করলেই দেখা যাচ্ছে তার ইশতেহার। আর আসল নোটের চার কোনায় যেখানে টাকার পরিমাণ লেখা থাকে, সেখানে তিনি লিখেছেন ব্যালট নাম্বার ১৭০। গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে কথা হয় আরাফাত হোসেনের সঙ্গে। তিনি বলেন, এবার ডাকসুতে সদস্যপদে ২১৭ প্রার্থী। এত প্রার্থীর মধ্যে ভোটাররা আসলে প্রার্থীদের নাম ও ব্যালট নাম্বার মনে রাখতে পারছেন না। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে, মনোযোগ আকর্ষণ করতে হলে আলাদা কিছু করতে হবে। যেহেতু টাকার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে, সে কারণে আমি টাকার আদলে লিফলেট ছাপিয়েছি। এখন ভোটারদের কাছ থেকে অনেক সাড়া পাচ্ছি। ভোটাররা এসে আমার কাছ থেকে লিফলেট নিয়ে যাচ্ছেন। অনেকেই লিফলেট নেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করছেন। পদবি উদ্যোক্তা লিখলেন কেন? এমন প্রশ্নের জবাবে আরাফাত হোসেন বলেন, সরলীকরণ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোক্তা আমি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সনদ, নম্বরপত্র, প্রশংসাপত্র ইত্যাদি মূল্যবান কাগজপত্রের ব্যবস্থাপনায় সহায়তা করি। শুধু তাই নয়, হাসপাতাল থেকে রিপোর্ট ডেলিভারি নেওয়া, বই কিনে পাঠানো, কাগজ সত্যায়িত করে জমা দেওয়াসহ নানা রকম ব্যক্তিগত কাজ করে দেয় সরলীকরণ। মূলত যেসব শিক্ষার্থী ঢাকার বাইরে থাকেন, কিন্তু হঠাৎ প্রয়োজনে ঢাকা আসতে পারেন না, তারাই এই সেবা নেন। আমরা অত্যন্ত বিশ্বাসের সঙ্গে এ কাজটি করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কুয়েটে আমাদের এই সেবা চালু রয়েছে। এ ছাড়া স্যার এ এফ রহমান হল সংসদ নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নাইমুর রহমান। ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে মার্কিন ডলারের (ইউএস) আদলে লিফলেট বানিয়ে প্রচার চালাচ্ছেন তিনি। হল সংসদ নির্বাচনে ভিপি পদে তার ব্যালট নাম্বার ১। যার কারণে এক ডলারের আদলে লিফলেট বানিয়েছেন তিনি। ডলার আকৃতির এই লিফলেটে দেখা যায়, ডলারের চার কোনায় যেখানে পরিমাণ লেখা থাকে, সেখানে লিফলেটে তিনি ব্যালট নাম্বার ‘এক’ লিখেছেন। আর ওপরের অংশে লেখা ফেডারেল রিজার্ভ নোট। মাঝামাঝি অংশে লেখা ‘আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫’। স্যার এ এফ রহমান হল সংসদে ভিপি পদপ্রার্থী (স্বতন্ত্র)। তার নিচে লেখা ‘নাইমুর রহমান, দর্শন বিভাগ, সেশন ২০১৯-২০’। পাশেই দেওয়া হয়েছে একটি কিউআর কোড। সেটি স্ক্যান করলেই তার ফেসবুক আইডি দেখা যাচ্ছে। আর লিফলেটের শেষ অংশে লেখা রয়েছে ‘ওয়ান ডলার’। যেটা মূলত ব্যালট নাম্বার বোঝাতে ব্যবহার করেছেন তিনি। এদিন মুঠোফোনে কথা হয় নাইমুর রহমানের সঙ্গে। তিনি বলেন, গতানুগতিক লিফলেট শিক্ষার্থীরা দেখছেন না, বিরক্ত হচ্ছেন। তাই ভাবছিলাম, কী করলে আমাকে ভোটাররা মনে রাখবেন। ভাবতে গিয়ে প্রথমে মাথায় আসে, বাংলাদেশের টাকার আদলে লিফলেট বানাব। কিন্তু আচরণবিধিতে বলা হয়েছে রঙিন লিফলেট করা যাবে না। আবার সাদাকালো বাংলাদেশি নোট দেখতে সুন্দর দেখায় না। পরে এক বড় ভাইয়ের পরামর্শে ডলারের আদলে লিফলেট বানানোর সিদ্ধান্ত নিই। কারণ, ডলারের রঙের সঙ্গে মিলিয়ে লিফলেট করলে সেটি আচরণবিধি লঙ্ঘন হবে না। আবার সুন্দরও দেখাবে। যেহেতু আমার ব্যালট নাম্বার এক, তাই এক ডলারের আদলে বানিয়েছি। ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে নাইমুর রহমান বলেন, এ এফ রহমান হলে ভোটারদের মধ্যে অধিকাংশই অনাবাসিক শিক্ষার্থী। ফলে তাদের কাছে পৌঁছাতে এই লিফলেট আমাকে ব্যাপকভাবে সাহায্য করেছে। ভোটাররা নিজে থেকে যোগাযোগ করে লিফলেট সংগ্রহ করছেন। অন্য হলের শিক্ষার্থীরাও যোগাযোগ করে লিফলেট নিচ্ছেন। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করা এবং ক্যাম্পাসে রাজনৈতিক স্বাধীনতাকে প্রথম অগ্রাধিকার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’। এতে আবাসিক হলে গেস্টরুম-গণরুম সংস্কৃতি চিরতরে মুছে ফেলারও অঙ্গীকার করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত প্যানেলটি। গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে নিজেদের ইশতেহার প্রকাশ করে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ। প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদের প্রারম্ভিক বক্তব্য দেন এবং ইশতেহারের কিছু অংশ পাঠ করেন। ইশতেহারের বাকি অংশ পাঠ করেন সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার ও সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী আশরেফা খাতুন। নারীদের জন্য বিশেষ সাইবার নিরাপত্তা সেল গঠন ও আইনি সহায়তা প্রদান, ‘ওয়ান কার্ড অল সার্ভিস’ এর মাধ্যমে পাঠাগারসুবিধা, স্বাস্থ্য ও পরিবহনসেবা প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া ৩০০ একর জমি ফিরিয়ে আনাসহ বেশ কিছু বিষয় ইশতেহারে তুলে ধরা হয়। ঢাবির ক্লাস-পরীক্ষা ৪ দিন বন্ধ: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে চার দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর (রোববার) থেকে ১০ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি টাস্কফোর্সের আহŸায়ক অধ্যাপক গোলাম রব্বানী বলেন, নির্বাচনের একটি আচরণবিধিমালা রয়েছে। সেখানে এই ধরনের প্রচারণার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। আর সদস্যপদে সবচেয়ে বেশি ২১৭ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। আর ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্ব›িদ্বতা করবেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ