ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ আমতলীতে প্রকাশিত সংবাদের গুরুত্ব ধামাচাপা দিতে গিয়ে সুপারের সংবাদ সম্মেলন গাজীপুরে সন্ত্রাসী সুমন শেখের টর্চার সেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৩ ডিজিটাল হচ্ছে বিনিয়োগকারীদের নিরাপত্তা ছাড়পত্র গণধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেন ঢাবি থেকে বহিষ্কার নির্বাচন সামনে রেখে ৪ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে-আইজিপি মাতারবাড়ী মহেশখালীকে সাংহাই সিঙ্গাপুরের মতো দেখতে চাই-আশিক চৌধুরী মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন আগস্টে সড়ক, রেল ও নৌ-পথ দুর্ঘটনায় নিহত ৫৬৩ নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে-ডা. জাহিদ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২৫ বিচারপতি সাক্ষাৎ রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী অসুস্থ, জেরা হয়নি রাজসাক্ষীর ফেরারি আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা রংপুরে জ্বালানি তেলের সংকট, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কেরানীগঞ্জ-৩ আসন ঘিরে সরব রাজনৈতিক অঙ্গন চট্টগ্রামে স্থানীয়দের সঙ্গে পর্যটকদের সংঘর্ষ আহত ১৫ ৯০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ লোহালিয়া নদীতে মিলল ২ যুবকের লাশ

বাণিজ্য বাড়াবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ১২:৪৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ১২:৪৫:০৬ অপরাহ্ন
বাণিজ্য বাড়াবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ
* বছরে প্রায় ১.২ বিলিয়ন বা ১২০ কোটি ডলারের জ্বালানি যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াবে বাংলাদেশ। * যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে * বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ১৬টি এলএনজি কার্গো আমদানি করবে, যার মধ্যে এঙলেরেট এনার্জি থেকে ১০টি রয়েছে। বাণিজ্য ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। বছরে প্রায় ১.২ বিলিয়ন বা ১২০ কোটি ডলারের জ্বালানি যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে। পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ১৬টি এলএনজি কার্গো আমদানি করবে, যার মধ্যে এঙলেরেট এনার্জি থেকে ১০টি রয়েছে। জ্বালানি বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদি এলএনজি আমদানির বার্ষিক খরচ ছাড়িয়ে যাবে৭০০ মিলিয়ন ডলার। একই সঙ্গে অতিরিক্ত এলএনজি সংগ্রহ করা হবেস্পট মার্কেট থেকেও। চাহিদা বাড়ায় এলপিজি আমদানিও দেশে দ্রæত বাড়ছে। গত ফেব্রæয়ারি থেকে তৃতীয় পক্ষের মাধ্যমে দুই লাখ মেট্রিক টনেরও বেশি এলপিজি আমদানি হয়েছে। এখন প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করার জন্য আমদানিকারকরা প্রধান মার্কিন সরবরাহকারীদের সঙ্গে সরাসরি আলোচনা করছে। আর লজিস্টিক চ্যালেঞ্জ মোকাবেলা করা হলে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার বেশির ভাগ এলপিজি চাহিদা পূরণ করতে পারে। সূত্র জানায়, প্রতিযোগিতামূলক শুল্কে দেশে জ্বালানি আমদানি সুরক্ষিত করা জরুরি। অন্য দেশের তুলনায় দাম বেশি হলে তা জনসাধারণের অসন্তোষের শঙ্কা থাকে। সম্প্রতি বাংলাদেশ একাধিক আলোচনার পর মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করতে পেরেছে। আরো কমার আশা রয়েছে। গত ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ১২.৪ বিলিয়ন ডলারদ্বিপক্ষীয় বাণিজ্য ছিল। তার মধ্যে বাংলাদেশ ৮.৪ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে এবং ২.৩ বিলিয়ন ডলার আমদানি করেছে। যদিও বর্তমানে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন বাংলাদেশে তার কার্যক্রম থেকে বার্ষিক প্রায় ৪২০ মিলিয়ন ডলার আয় করে। তবে সেটি সার্ভিস ট্রেডের আওতায় ধরা হয়। ফলে পণ্যভিত্তিক দ্বিপক্ষীয় বাণিজ্য পরিসংখ্যানে তা যোগ হয় না। এদিকে এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্কদ বিভাগ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বাংলাদেশ আগামী বছর থেকে যুক্তরাষ্ট্র থেকে বার্ষিক প্রায় ১.২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এলএনজি, এলপিজি এবং পরিশোধিত জ্বালানি সংগ্রহ করব।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ