ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আপনি বললেই তো নির্বাচন হবে না এক কোটি বিশ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি বরাদ্দ গিলে খেয়েছেন প্রধান শিক্ষক ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় জাগরণ চান বিশিষ্টজনরা বিমান কর্মচারী ফয়েজ চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঢাকা-১৬ আসনে নতুন ৪ ওয়ার্ড সংযুক্তির আবেদন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পর গ্রেফতার গাইবান্ধায় রাতের আঁধারে দুর্গা প্রতিমায় আগুন ভাইরাল বাবার ভালোবাসায় কাঁদছে-হাসছে অনেকে রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় দু’জন আহত জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়কÑ রিজভী রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া

পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ১১:৪৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ১১:৪৪:১৩ অপরাহ্ন
পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি
এম এ মান্নান, পোরশা নওগাঁ প্রতিনিধি
দেশের বিভিন্ন জেলায় সবজির বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরেই বাজারে গেলে ক্রেতাদের মুখে একটাই অভিযোগ সবজির বাজারে আগুন। সাধারণ মানুষের ভাষায় বলা যায়, বাজারে ঢুকলেই যেন আগুন লেগে যাচ্ছে পকেটে।

একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তি, অন্যদিকে সবজি কেনার ক্ষেত্রে আর্থিক চাপ হয়ে উঠছে অসহনীয়। ফলে বাজারে গিয়ে নিত্যপণ্যের ঝুড়ি ভরতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

আজ নওগাঁর, পোরশা উপজেলার মুর্শিদপুর হাটে, বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায় ,

বেগুন কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়,
যা এক মাস আগেও ছিল ৪৫ থেকে ৫০ টাকা।
পটল ৭০ টাকা,
শসা ৮০ থেকে ১০০ টাকা,
করলা ৯০ থেকে ১০০ টাকা,
কাঁকরোল ৮০ টাকা, বিক্রি হতে দেখা যায়।

এদিকে আলুর দামও বাড়তি,
কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
যা কয়ক দিন আগে ও ২০ টাকায় পাওয়া যেত।
কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ২০০ টাকায় পৌঁছেছে।
পেঁয়াজের কেজি ৭৫ থেকে ৮৫ টাকার মধ্যে স্থিতিশীল থাকলেও তা ভোক্তাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে।

বাজার বিশ্লেষকরা বলছেন,
আবহাওয়ার কারণে উৎপাদন ব্যাহত হওয়া, পরিবহন খরচ বৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং সংরক্ষণ সুবিধার অভাব সব মিলিয়ে সবজির দাম বেড়ে যাচ্ছে।

ক্রেতারা বলেনবলেন,
এক কেজি বেগুন কিনতে গেলেই এখন ৮০ টাকা লাগে। প্রতিদিনের রান্নার জন্য যা লাগে, তা কিনতে গিয়েই বাজেটের অর্ধেক শেষ হয়ে যায়।

অন্যদিকে অটো রিকশাচালকের অভিযোগ,
আগে ২০০ টাকায় ৩ থেকে ৪ রকম সবজি আনা যেত। এখন ১/২রকম কিনতেই টাকা শেষ।

পাইকারি ব্যবসায়ীদের বলেন,
আমাদের হাতে ও সবজির সরবরাহ কম। যেসব জেলা গুলো থেকে সবজি আসতো সেসব জেলাগুলো থেকে সবজি কম আসছে। আবার ট্রান্সপোর্ট খরচও বেড়ে গেছে। লোকসান দিয়ে আমরা তো কম দামে বিক্রি করতে পারব না।

অর্থনীতিবিদরা মনে করছেন,
কৃষকদের সরাসরি বাজারে বিক্রির সুযোগ দেওয়া, কোল্ড স্টোরেজ বাড়ানো, পরিবহন খরচ নিয়ন্ত্রণ এবং বাজার মনিটরিং জোরদার না করলে সবজির বাজারে অস্থিরতা আরও দীর্ঘস্থায়ী হবে। 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ