ঢাকার সাভার থেকে অপহৃত ১০ মাসের এক শিশুকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পাশাপাশি অপহরণকারী মো. আব্দুল মতিনকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানার শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে মো. ইব্রাহিম নামে ওই শিশুকে উদ্ধার করে র্যাব-৪ এর একটি আভিযানিক দল। পরে তাকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইন্তেখাব চৌধুরী জানান, অপহৃত ইব্রাহিমের বাবা একজন গার্মেন্টসকর্মী। অপহরণকারী আব্দুল মতিন ও ভুক্তভোগীর পরিবার প্রায় ৯-১০ মাস ধরে ঢাকা জেলার সাভার থানার তেঁতুলঝড়া এলাকায় একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। গত বৃহস্পতিবার দুপুরে অপহরণকারী আব্দুল মতিন ভুক্তভোগীর পরিবারের অবর্তমানে ১০ মাসের শিশু ইব্রাহিমকে তাদের ভাড়া বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারী ভুক্তভোগীকে ছেড়ে দেবে মর্মে মোবাইল ফোনের মাধ্যমে তার বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণের টাকা না দিলে ভুক্তভোগীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি অপহরণ মামলা করে ভুক্তভোগীর পরিবার। মামলার পরপরই র্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছায়া তদন্ত শুরু করে। পরে র্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিএমপির আদাবর থানার শেখের টেক এলাকায় অভিযান পরিচালনা করে ১০ মাসের শিশু ভিকটিম ইব্রাহিমকে উদ্ধার করে এবং অপহরণকারী আব্দুল মতিনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আব্দুল মতিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ইন্তেখাব চৌধুরী।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

সাভারে অপহৃত ১০ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার অপহরণকারী
- আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ১২:০৯:০৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ১২:০৯:০৬ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ