দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৪৩২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে গতকাল বৃহস্পতিবার পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩০ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩১ জন, সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৪৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন মোট ২৮ হাজার ৮৩১ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১১৮ জন মারা গেছেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

আরও ৪৩২ জন ডেঙ্গু আক্রান্ত
- আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০৭:০৮:২৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০৭:০৮:২৫ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ