মালয়েশিয়ায় জনশক্তি রফতানি সিন্ডিকেটের প্রধান সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় জনশক্তি রফতানির সঙ্গে জড়িত সিন্ডিকেটের অন্যতম সদস্য ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করেছে সিআইডি। ১০০ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে বনানী থানায় এ মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং তার জনশক্তি রফতানি প্রতিষ্ঠান ফাইভ এম ইন্টারন্যাশনাল ও অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে প্রতারণার মাধ্যমে ২০১৬ সালের ১৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত মোট ৯ হাজার ৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠায়। এ সময় সরকার নির্ধারিত ফি ৭৮ হাজার ৯৯০ টাকার অতিরিক্ত জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়। এছাড়া পাসপোর্ট, কোভিড-১৯ টেস্ট, মেডিকেল ও পোশাক বাবদ অতিরিক্ত ৩৬ হাজার ৫০০ টাকা আদায় করার প্রমাণ পাওয়া গেছে। এসব অনিয়মের মাধ্যমে মোট ১০০ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৭২০ টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করেছে সিআইডি। এ ঘটনায় ফাইভ এম ইন্টারন্যাশনালের পরিচালকরা এবং প্রতিষ্ঠানটির মাধ্যমে কর্মী পাঠানো সিন্ডিকেট সদস্যদেরও অভিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ইতোমধ্যেই সিআইডি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ৫ কোটি ৯১ লাখ টাকার ব্যাংক হিসাব ফ্রিজ করেছে। সুষ্ঠু ও নিবিড় তদন্তের মাধ্যমে সিআইডি উক্ত মানিলন্ডারিং অপরাধের প্রকৃত সব দোষী ব্যক্তিদের বিচার করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে সিআইডির মামলা
- আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০৬:৫৪:৩০ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০৬:৫৪:৩০ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ