ঢাকা , রবিবার, ১২ অক্টোবর ২০২৫ , ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক শুরু আজ, হবে সরাসরি সম্প্রচার ত্রাণ বিতরণ সিম্বলিক মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা- শহিদুল আলম সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির ক্ষমতার পালাবদল যেন ‘দুর্নীতির পালাবদল’ না হয়-বদিউল আলম ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আর্জেন্টিনা দলের ভারত সফর নিয়ে তৈরি হয়েছে শঙ্কা বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রাখলো ইতালি শীর্ষস্থান মজবুত করল স্পেন রোনালদোর পেনাল্টি মিস, শেষ মুহূর্তের গোলে জয় পেলো পর্তুগাল এবার আইপিএল থেকেও সরে যাচ্ছেন কোহলি সেঞ্চুরিতে কোহলিকে স্পর্শ করলেন গিল চার ফিফটিতে স্বস্তিতে দিন শেষ করলো পাকিস্তান নির্বাচনের বড় চ্যালেঞ্জ নিরাপত্তা : সিইসি বিশ্বকাপ খেলতে এবার সমীকরণের মুখোমুখি বাংলাদেশ পরিচ্ছন্নতায় সমন্বিতভাবে কাজ করবে ডিএসসিসি ভজঘট পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থনীতিতে জাপার সমাবেশ ধাওয়া-পাল্টা ধাওয়া টিয়ারশেল নিক্ষেপ নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে-ফখরুল বিএমইউতে অনিয়ম সমালোচনার ঝড় মিত্রদের যেসব আসন ছাড়তে পারে বিএনপি

জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে গ্রেফতার ১১

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১০:৫৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১০:৫৭:১৩ অপরাহ্ন
জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে গ্রেফতার ১১
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীর এক গোয়েন্দা কর্মীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এ অভিযান চালানো হয়। সেনা সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুর দুইটার দিকে জেনেভা ক্যাম্পে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের উপস্থিতির খবর পাওয়া যায়। গোয়েন্দা কর্মীরা তাকে গ্রেপ্তারের চেষ্টা চালালে সোহেল ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় এক গোয়েন্দা কর্মী মাথায় গুরুতর আঘাত পান। খবর পেয়ে নিকটস্থ সেনা টহল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছয় জনকে হাতেনাতে আটক করে। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যে ভিত্তিতে রাত ৮টার দিকে সেনাবাহিনী পুনরায় অভিযান চালায়। এ সময় ৫৬৬০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, তিনটি সামুরাই, দুটি চাপাতি ও মাদক বিক্রির ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়। একইসঙ্গে আরও চার জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-গোয়েন্দা কর্মীর ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে সুজন (২৬), দিপু (২৭), সাকিব (২২), রবিন (২৬), মাসুম (২৬), রমজান (১৬) ও শেখ গোলাম জেলানি (৬৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ গোলাম জেলানি মোহাম্মদপুর থানার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। এছাড়াও গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী হিসেবে শনাক্ত হয়েছে- মিঠুন (৩২), ইমরান (২৫), বাবু (২৮) ও মিজানুর রহমান (৩১)। ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলকে গ্রেপ্তারের চেষ্টা চলাকালে আমাদের একজন গোয়েন্দা কর্মী মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হন। এরপর দুটি অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে বুনিয়া সোহেলকে ধরা সম্ভব হয়নি। তিনি আরও জানান, মাদক সংশ্লিষ্ট চার জন আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে। হামলায় জড়িত সাত জনকে জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হবে। সেনা কর্মকর্তা জোর দিয়ে বলেন, সন্ত্রাস ও মাদক নির্মূলে সেনাবাহিনীর শক্ত অবস্থান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স