ঢাকা , রবিবার, ১২ অক্টোবর ২০২৫ , ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক শুরু আজ, হবে সরাসরি সম্প্রচার ত্রাণ বিতরণ সিম্বলিক মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা- শহিদুল আলম সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির ক্ষমতার পালাবদল যেন ‘দুর্নীতির পালাবদল’ না হয়-বদিউল আলম ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আর্জেন্টিনা দলের ভারত সফর নিয়ে তৈরি হয়েছে শঙ্কা বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রাখলো ইতালি শীর্ষস্থান মজবুত করল স্পেন রোনালদোর পেনাল্টি মিস, শেষ মুহূর্তের গোলে জয় পেলো পর্তুগাল এবার আইপিএল থেকেও সরে যাচ্ছেন কোহলি সেঞ্চুরিতে কোহলিকে স্পর্শ করলেন গিল চার ফিফটিতে স্বস্তিতে দিন শেষ করলো পাকিস্তান নির্বাচনের বড় চ্যালেঞ্জ নিরাপত্তা : সিইসি বিশ্বকাপ খেলতে এবার সমীকরণের মুখোমুখি বাংলাদেশ পরিচ্ছন্নতায় সমন্বিতভাবে কাজ করবে ডিএসসিসি ভজঘট পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থনীতিতে জাপার সমাবেশ ধাওয়া-পাল্টা ধাওয়া টিয়ারশেল নিক্ষেপ নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে-ফখরুল বিএমইউতে অনিয়ম সমালোচনার ঝড় মিত্রদের যেসব আসন ছাড়তে পারে বিএনপি

সৌদি নারীদের অজানা গল্প নিয়ে ভেনিস যাচ্ছে ‘হিজরাহ’

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৭:৩৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৭:৩৩:২৭ অপরাহ্ন
সৌদি নারীদের অজানা গল্প নিয়ে ভেনিস যাচ্ছে ‘হিজরাহ’
সৌদি আরব সিনেমায় বেশ মন দিয়েছে। একদিকে তারা তৈরি করছে বাহারি সব শুটিং লোকেশন। অন্যদিকে নিজেরাও সিনেমা নির্মাণে সক্রিয় হয়েছে। সেইসঙ্গে দেশটিতে বেড়েছে সিনেমা হলেরও সংখ্যা। সৌদি সরকার নারী নির্মাতাদেরও কাজের সুযোগ করে দিচ্ছে। সেই ধারাবাহিকততায় নারী নির্মাতা শাহাদ আমিন পরিচালনা করেছেন নতুন চলচ্চিত্র ‘হিজরাহ’। এটি প্রথমবারের মতো ইটালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পটলাইট বিভাগে প্রদর্শিত হতে যাচ্ছে। এর আগে তার প্রথম চলচ্চিত্র ‘স্কেলস’ ভেনিসে প্রিমিয়ার হয়েছিল। সেটি আন্তর্জাতিক অঙ্গনে ১৫টিরও বেশি পুরস্কার জিতে নিয়েছিল। সেইসঙ্গে এটি সৌদি আরবের পক্ষ থেকে অস্কারেও জমা দেওয়া হয়েছিল। পরিচালক শাহাদ আমিন জানান, এটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং একটি চলচ্চিত্র নির্মাণ। তিনি বলেন, ‘আমরা দূরবর্তী অঞ্চল ও শহরে শুটিং করেছি। আমরা বিশ্বাস করেছি এই গল্পটি বলা অত্যন্ত জরুরি। বিভিন্ন প্রজন্মের সৌদি নারীদের জীবন ও অভিজ্ঞতা ঘিরে রচিত, মানবিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি।’ চলচ্চিত্রটির মূল কাহিনি ১২ বছর বয়সী জান্নাকে ঘিরে। সে ভীষণই কড়া নিয়মে চলা দাদী সিত্তি এবং ১৮ বছরের বিদ্রোহী বড় বোন সারাহকে নিয়ে হজ করতে মক্কার পথে যাত্রা শুরু করে। কিন্তু পথেই হঠাৎ করেই সারাহ নিখোঁজ হয়ে যায়। তখন জান্না ও তার দাদী মিলে সারাহকে খুঁজে বের করার কঠিন অভিযানে নামেন। সারাহর বাবা যদি সত্যি ঘটনা জেনে যান সেই ভয়েই দাদী ও নাতনি নিজেদের সীমারও বাইরে গিয়ে চেষ্টা চালাতে থাকেন কাউকে কিছু না জানিয়ে। সারাহর খোঁজ করতে করতে তারা সৌদি আরবের দক্ষিণ থেকে শুরু করে উত্তরের সীমান্ত পর্যন্ত পাড়ি দেন। পাড়ি দেন পুরনো হজ রুট, অচেনা মানুষ ও প্রতিকূল প্রকৃতি এবং মুখোমুখি হন বহুদিনের চাপা পড়ে থাকা পারিবারিক গোপন সত্যের। এই কঠিন যাত্রায় জান্না জানতে পারে দাদীর অতীত জীবনের জটিল ও সমৃদ্ধ গল্প। সারাহর খোঁজ করতে করতেই স্পষ্ট হয়ে ওঠে পরিবারজুড়ে বিভিন্ন প্রজন্মের নারীদের মধ্যে থাকা বিভাজন। আর এই যাত্রা ধীরে ধীরে শুধু একটি শারীরিক নয় বরং এক ধরনের আত্মিক সফরে রূপ নেয়। সেখান থেকে উঠে আসে ক্ষমা, বোঝাপড়া আর আত্মার মুক্তির গল্প। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন খাইরিয়া নাথমি, নাওয়াফ আল-ধাফিরি, লামার ফাদান এবং বারা আলেম। ছবিটির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে ইরাকি স্বাধীন চলচ্চিত্র কেন্দ্র।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স