
চট্টগ্রামে টিসিবির সয়াবিন তেলসহ ব্যবসায়ী আটক


চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর বাজার থেকে বিক্রয় নিষিদ্ধ টিসিবির ১ হাজার ২০ লিটার সয়াবিন তেলসহ এক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার সকাল ৮টা থেকে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নানুপুর বাজারে এক ব্যবসায়ী টিসিবির পণ্য মজুদ করে রাখার খবর পাই। সকাল ৯টার মধ্যেই বিভিন্ন জায়গায় সরবরাহের প্রস্তুতি নিচ্ছিল। এরপর দ্রুত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নানুপুর বাজারের কাঁচাবাজার সংলগ্ন কামাল স্টোর থেকে ১,০২০ লিটার সয়াবিন তেল জব্দ করে ব্যবসায়ী ইকবালকে আটক করা হয়। ধৃত ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ পদক্ষেপের জন্য ফটিকছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ, আনসার বাহিনী ও নানুপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানায় উপজেলা প্রশাসন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ