ঢাকা , রবিবার, ১২ অক্টোবর ২০২৫ , ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক শুরু আজ, হবে সরাসরি সম্প্রচার ত্রাণ বিতরণ সিম্বলিক মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা- শহিদুল আলম সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির ক্ষমতার পালাবদল যেন ‘দুর্নীতির পালাবদল’ না হয়-বদিউল আলম ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আর্জেন্টিনা দলের ভারত সফর নিয়ে তৈরি হয়েছে শঙ্কা বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রাখলো ইতালি শীর্ষস্থান মজবুত করল স্পেন রোনালদোর পেনাল্টি মিস, শেষ মুহূর্তের গোলে জয় পেলো পর্তুগাল এবার আইপিএল থেকেও সরে যাচ্ছেন কোহলি সেঞ্চুরিতে কোহলিকে স্পর্শ করলেন গিল চার ফিফটিতে স্বস্তিতে দিন শেষ করলো পাকিস্তান নির্বাচনের বড় চ্যালেঞ্জ নিরাপত্তা : সিইসি বিশ্বকাপ খেলতে এবার সমীকরণের মুখোমুখি বাংলাদেশ পরিচ্ছন্নতায় সমন্বিতভাবে কাজ করবে ডিএসসিসি ভজঘট পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থনীতিতে জাপার সমাবেশ ধাওয়া-পাল্টা ধাওয়া টিয়ারশেল নিক্ষেপ নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে-ফখরুল বিএমইউতে অনিয়ম সমালোচনার ঝড় মিত্রদের যেসব আসন ছাড়তে পারে বিএনপি

কবুতর চুরির অভিযোগ তুলে ৪০ জন মিলে মারে মাহিনকে

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৪:৩৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৪:৩৯:৪২ অপরাহ্ন
কবুতর চুরির অভিযোগ তুলে ৪০ জন মিলে মারে মাহিনকে
চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে ‘চোর’ সন্দেহে স্কুলছাত্র মো. রিহান উদ্দিন মাহিনকে (১৫) পিটিয়ে হত্যা মামলার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা জানান, বিদ্যুতের মোটা তার, লাঠিসোঁটা ও কিলঘুসির আঘাতে স্কুলছাত্র মাহিনের মৃত্যু হয়। মারধরে অংশ নেন অন্তত ৪০ জন। মাহিনের মৃত্যু নিশ্চিত এবং অন্য দুজনকে আহত অবস্থায় ফেলে মারধরে অংশ নেওয়া লোকজন পালিয়ে যান। ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, গত শনিবার বিকেলে চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালতে জবানবন্দি দেন দুই আসামি। আসামিরা হলেন আজাদ হোসেন (৩৬) ও মোহাম্মদ নোমান (৩৭)। এর মধ্যে নোমান গ্রাম্য ডাক্তার ও আজাদ গাড়িচালক। জড়িতদের বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান। নিহত মাহিনের মা খদিজা বেগম বাদী হয়ে ফটিকছড়ি থানায় হত্যা মামলা করেন। এতে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও সাতজনকে আসামি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে আজাদ ও নোমানকে গ্রেপ্তার করে। আদালত সূত্রে জানা যায়, জবানবন্দিতে আসামি আজাদ হোসেন বলেন, ছয় দিন আগে এলাকায় কিছু কবুতর চুরি হয়। সেই চুরির অপবাদ দিয়ে ঘটনার দিন বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় সিএনজিচালিত অটোরিকশায় চড়ে আসা মাহিনসহ তিনজনকে ধরার চেষ্টা করেন তারা। ওই সময় আজাদ, ফাহাদ, ইমন, আনোয়ার, মুন্না, শাওনসহ ছয়জন ছিলেন। তিন কিশোরকে ধাওয়া দিলে তারা পাশের একটি বাড়ির ছাদে উঠে যান। পরে তাদের ধরে এনে এলাকার একটি সেতুর সঙ্গে বাঁধা হয়। ওই অবস্থায় তাদের উপর্যুপরি আঘাত করা হতে থাকে। এক পর্যায়ে মাহিনের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা সুমন, নাজিম উদ্দিন, তানভীরসহ অন্তত ৪০ জন তিন কিশোরকে মারধর করতে থাকেন। কারও হাতে লাঠিসোঁটা আবার কারও হাতে ছিল বিদ্যুতের তার। আর কেউ কিলঘুসি মারেন। মারধরের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে মাহিন। নিশ্বাস আছে কি না, নাকে হাত দিয়ে দেখা হয়। পরে সেখানে থাকা পল্লিচিকিৎসক নোমান নিশ্চিত করেন মাহিন মারা গেছে। এরপর হত্যাযজ্ঞে অংশ নেওয়া সবাই পালিয়ে যান। আরেক আসামি মোহাম্মদ নোমানও তার জবানবন্দিতে স্কুলছাত্র মাহিনসহ তিনজনকে মারধরের কথা স্বীকার করেন। তিনিই মাহিনের মৃত্যুর বিষয়টি উপস্থিত সবাইকে জানান। হত্যাকাণ্ডে অংশ নেওয়া অন্য আসামিদের নামও উল্লেখ করেন। ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, ঘটনার সপ্তাহখানেক আগে ওই এলাকায় কোনো চুরির ঘটনা ঘটেনি। তারা নিজেরা বাচার জন্য চুরির কথা বলছেন। পূর্বের কোনো বিরোধ থেকে নাটক সাজিয়ে ওই কিশোরদের পেটানো হয়েছে। মামলার বাদী ও নিহত মাহিনের মা খদিজা বেগম বলেন, ছেলেকে বেঁধে মারধর করা হচ্ছে খবর পেয়ে সেখানে ছুটে গিয়েছিলাম। আমার ছেলে চোর নয়, বারবার বলার পরও আমার সামনে ছেলেকে পিটিয়ে মেরে ফেলছে। একটু পানি চাইছিল, তারা পানি পর্যন্ত দিতে দেয় নাই। আমি ছেলে হত্যার বিচার চাই।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য