ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করেন-রিজভী লালমনিরহাটে বিয়ে করে ফেরার পথে বরের মৃত্যু পুঁজি রক্ষার আন্দোলনে বিনিয়োগকারীরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমাতে, একীভূতকরণে নজর দেয়ার সুপারিশ বিদেশি বিনিয়োগ কমেছে আরও কমার আশঙ্কা বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক সহকারী নিহত জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে দুই উপদেষ্টা রমজান মাসে গ্যাস বিদ্যুতের বড় সংকটের শঙ্কা বাংলাদেশকে সহায়তা করছে ব্রিটিশ সংস্থা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে-নাহিদ ইসলাম লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে তিতুমীরের শিক্ষার্থীরা-স্বরাষ্ট্র উপদেষ্টা
শেখ হাসিনার নির্দেশনা উপেক্ষা করার খেসারত দিতেই হবে: আ’লীগ

উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপেও মন্ত্রী-এমপিদের ১৬ স্বজন

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৪ ০৮:১৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৪ ১২:৪৭:৪১ পূর্বাহ্ন
উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপেও মন্ত্রী-এমপিদের ১৬ স্বজন
সফিকুল ইসলাম
বিরোধী দলগুলো নির্বাচনে না আসায় উপজেলা নির্বাচনকেও একদলীয় নির্বাচন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর নির্বাচনে ভোটার উপস্থিতি ধারাবাহিকভাবে কমে যাওয়া নির্বাচন ব্যবস্থার জন্য অশনিসংকেত বলেও মনে করছেন।  তারা বলছেন, এ অবস্থা থেকে বের হবার পথ ক্ষমতাসীন দলকেই খুঁজে বের করতে হবে। যদিও উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপেও কেন্দ্রের নির্দেশনা মানেননি মন্ত্রী-এমপিদের স্বজনরা। দলের নির্দেশনা উপেক্ষা করে এই ধাপেও প্রার্থিতা বহাল রেখেছেন মন্ত্রী-এমপিদের ১৬ জন প্রার্থী। তবে আওয়ামী লীগের নেতারা বলছেন, কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে ভবিষ্যতে নেয়া হবে না বিষয়টি মোটেও তেমন নয়। দলের সভাপতির নির্দেশনা উপেক্ষা করার খেসারত দিতেই হবে। দলের কেন্দ্রীয় পর্যায় থেকে বার বার হুঁশিয়ারি দেয়া সত্ত্বেও উপজেলা নির্বাচনের ভোটের মাঠে আছে মন্ত্রী-এমপিদের স্বজনরা। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল মেটানো না গেলে আগামীতে নির্বাচনী ব্যবস্থা ভেঙে যাবে। আর এ দায় ক্ষমতাসীন দলকেই নিতে হবে। তারা এও বলছেন, দলগুলোর দিকে তাকিয়ে না থেকে কমিশনকেই নির্বাচন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিতে হবে।
জানা গেছে, দুই ধাপের মত ৩য় ধাপেও ৯০টি উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন মন্ত্রী এমপিদের ১৬ জন স্বজন। এই তালিকায় রয়েছে মন্ত্রী, এমপি, সাবেক এমপিসহ আওয়ামী লীগ নেতাদের স্ত্রী, ভাই, ছেলে, মেয়ে, জামাতা ও শ্যালক। এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থিতা বজায় রাখার পরও শাস্তিমূলক কোন ব্যবস্থা না নেয়ায় হতাশ তৃণমূলের কর্মীরা। তবে কেন্দ্রীয় নেতারা বলছেন, শাস্তিমূলক ব্যবস্থা নেয়া না হলেও ভবিষ্যতেও নেয়া হবে না বিষয়টি এমন নয়। বরং তাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি অপরাধমূলক নজির হিসেবেই থাকবে। তারা এও বলছেন দলের সভাপতির নির্দেশনা উপেক্ষা করা দুঃখজনক। এর খেসারত দিতেই হবে। কেউ দলের সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার কোনো বিকল্প নেই।
এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, যারা রাজনীতি করছে তাদের জন্য এটা প্রযোজ্য না। রাজনীতি করে না, কিন্তু হঠাৎ করে আমার সন্তানকে সেই এলাকায় নির্বাচনে দাঁড় করাই তাহলে এটা দুঃখজনক। একইসুরে কথা বলেছেন দলের আরেক সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি বলেন, নেত্রীর নির্দেশ অমান্যকারী তারা পার পেয়ে যাবেন এটা হবে না। কখন হবে সেটা? এবার ৭৩ জন রানিং সংসদ সদস্য কিন্তু মনোনয়ন পাননি। ২৫ জন মন্ত্রী কিন্তু কেবিনেট থেকে ঝরে পড়েছে। এসব ব্যবস্থা কখন কার ওপর আসবে সেসময় তারা উপলব্ধি করতে পারবেন।
এ বিষয়ে আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, অবশ্যই আওয়ামী লীগ যথাসময়ে যারা সিদ্ধান্ত মানেনি, সিদ্ধান্ত না মেনে দলের নেতাকর্মীদের ইচ্ছার বিরুদ্ধে একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করেছেন তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে।
আরও তিন উপজেলার নির্বাচন স্থগিত: ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে তৃতীয় ধাপের আরও তিন উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার ইসি’র জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নির্বাচন স্থগিত হওয়া উপজেলাগুলো হলো- নেত্রকোণার খালিয়াজুড়ি এবং চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা। নির্বাচন কমিশন জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে খালিয়াজুড়ি উপজেলায় সড়ক সংযোগ বিচ্ছিন্ন এবং কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ইভিএমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় এই তিন উপজেলায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। এর আগে গত রোববার সন্ধ্যায় ১২০ কিলোমিটার বেগে সুন্দরবন দিয়ে উপকূলে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। জলোচ্ছ্বাসে প্লাবিত হয় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ভোলাসহ কয়েকটি জেলার বিভিন্ন এলাকা। ফলে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। এর আগে রেমালের কারণে গত সোমবার ১৯টি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করে কমিশন। স্থগিত হওয়া উপজেলাগুলো হলো- বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দীন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া; বরগুনার বামনা ও পাথরঘাটা এবং রাঙ্গামাটির বাঘাইছড়ি।
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১০৯টি উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত করে তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু প্রথমে ১৯টি এবং পরে আরও তিন উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত হওয়ায় আজ ৮৭ উপজেলায় ভোটগ্রহণ হবে। এরআগে গত ৮ মে প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে উপজেলা পরিষদের নির্বাচন শুরু হয়। ২১ মে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফা আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে চতুর্থ ও শেষ ধাপের উপজেলা নির্বাচন।

 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স