ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না
* সভা ও সেমিনার, উঠান বৈঠক ও সামাজিক কর্মকাণ্ডে সরব * তৃণমূল নেতৃবৃন্দকে মাঠ পর্যায়ে জনগণের কাছে পৌছার নির্দেশ হাইকমান্ডের

বিএনপির তৃণমূলে বইছে নির্বাচনী হাওয়া

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১১:০১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১১:০১:৫৬ অপরাহ্ন
বিএনপির তৃণমূলে বইছে নির্বাচনী হাওয়া
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের এমন ভাষণের পর দেশজুড়ে বইছে ত্রয়োদশ নির্বাচনী হাওয়া। এরইমধ্যে রাজধানী ঢাকাসহ জেলা-উপজেলা পর্যায়ে সভা-সেমিনার, উঠান বৈঠক ও সামাজিক কর্মকাণ্ডে সরব হয়ে উঠেছে তৃণমূল বিএনপি। এরআগে নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতৃবৃন্দকে মাঠ পর্যায়ে জনগণের কাছে পৌছার নির্দেশনা দেয় দলটির  হাইকমান্ড। যদিও নির্বাচনের আগেই সংস্কার-বিচার, জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচন পদ্ধতিসহ নানা বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য এখনো চরম পর্যায়ে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট্ররা। তবে এসব শঙ্কা আর উৎকণ্ঠার মধ্যেই ফেব্রুয়ারি ধরে নির্বাচনের পথে হাঁটছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন বিষয়ে সরকারের অবস্থানকে সাধুবাদ জানিয়ে ইতোমধ্যেই কাজ শুরু করেছে বিএনপি ও সমমনা দলগুলো।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৃনমূলের নেতাকর্মীরাই একটা দলের প্রাণ। তাদের অধিকাংশই কোনো রকম উপরিপাওনা ছাড়া দলকে ভালবাসে। বিএনপিতে এই ধরনের বহু নেতাকর্মী রয়েছে। তারা সুসংগঠিতভাবে কাজ করলে আসন্ন ফেব্রুয়ারিতেই এয়োদশ জাতীয় নির্বাচন হবে। মাঠে যেহেতু আওয়ামী লীগ নেই সহজভাবেই এই নির্বাচনে বিএনপির বিজয় হবে।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াতসহ সবকয়টি দলের সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র তুলে ধরে নিজেদের দলীয় লক্ষ্য, উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে প্রচার করে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে এমন আশার কথাও শোনাচ্ছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থী তালিকায়, মাঠে ময়দানে পুরোনো ও অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন এবং তরুণ মুখের উপস্থিতিও রয়েছে। একইসঙ্গে প্রবাসী নেতাদেরও সমানতালে প্রচারে লেগে থাকতে দেখা যাচ্ছে। সেই নির্বাচনে বিজয়ের লক্ষে মাঠে-ময়দানে ব্যস্ততম সময় পার করছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বিএনপি। শুধু তাই নয়, ইতোমধ্যে নির্বাচনী কর্মকাণ্ডের অংশ হিসেবে সম্ভাব্য প্রার্থীদের নজরদারি, মনোনয়ন ও জোটদের সাথে সমঝতা, কূটনৈতিকদের সাথে বৈঠকসহ নানা বিষয়ে কাজ করছে দলের হাইকমান্ড ও কেন্দ্রীয় নেতারা। সভা-সেমিনার, উঠান বৈঠক, সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের কাছে পৌছার চেষ্টা করছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। পাশাপাশি নিজেদের ঘর গোছাতেও ব্যস্ত দলটি। একইসঙ্গে গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে সারা দেশের ইউনিয়ন, পৌর, থানা, উপজেলা, জেলা ও মহানগরের কমিটি করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। ঢাকা ছাড়া ৯ সাংগঠনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা এ নিয়ে মাঠপর্যায়ে কাজ করছেন। এ বিষয়ে কথা হয় বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এর সঙ্গে। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিনের লড়াই সংগ্রামে বিএনপির প্রান্তিক অঞ্চলের নেতাকর্মীরা আনেক অবদান রেখেছে। তারা তাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে পেতে কাজ করছে। তৃনমূলে যারা রাজনীতি করছে নেতৃত্ব দিচ্ছে, দল থেকে তাদেরকে নানা নির্দেশনা দিয়েছে। মাঠ পর্যায়ে জনগণের কাছে পৌছার জন্য বলা হয়েছে। আশা করছি তারা সেভাবে কাজ করছে। আমি জনগণের ভোটে নোয়াখালী ১ ও ২ আসন থেকে ৫ বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। নোয়াখালীতেও বিএনপি সুসংগঠিতভাবে কাজ করেছে। একপ্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের খেটে খাওয়া প্রান্তিক জনগণের সাথে তারাই বেশি মেলামেশা করে। তাদের কোন কর্মকাণ্ডে যাতে বিএনপির সুনাম নষ্ট না হয় সেই বিষয়টা মাথায় রেখে সকর্তভাবে কাজ করতে হবে, ইতোপূর্বে দলের অবদান জনগণকে জানাতে হবে, ভোট চাইতে হবে। গত ঈদুল আজহার সময় থেকেই ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে গণসংযোগ শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা। দলের হাইকমান্ডের নজরে আসতে এখনো কাজ করে যাচ্ছে অনেক প্রার্থী ও তাদের সমর্থকরা। ঢাকা-৫ নির্বাচনী এলাকায় মাঠ চষে বেড়াচ্ছেন ঢাকা-৫ আসন বিএনপির প্রধান সমন্বয়ক ও বিএনপির সম্ভাব্য প্রার্থী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ। কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী খালেদ সাইফুল্লাহ (ভিপি) সোহেল। দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা, মাঠপর্যায়ে সাংগঠনিক দক্ষতা এবং জনমানুষের সঙ্গে গভীর সংযোগ তাকে এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় তার নাম সামনে নিয়ে এসেছে। দলীয় পদে তিনি বর্তমানে কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার কারাভোগ করেও আদর্শ থেকে বিচ্যুত হননি। তৃণমূল বিএনপির প্রাণভোমরা ও গরিব মানুষের পাশে দাঁড়ানো এই নেতাকে কেন্দ্র করেই কিশোরগঞ্জ-১ সদর ও হোসেনপুরের রাজনীতিতে একটি জোরালো আলোচনা তৈরি হয়েছে। বিএনপির দুর্দিনে আপসহীন, রাজনীতিতে নীতিনিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন তিনি, বিএনপির উপর দমন-পীড়নের দুঃসময়ে যখন অনেকেই নিশ্চুপ কিংবা সরে দাঁড়িয়েছেন, ঠিক তখন খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল রাজপথে থেকেছেন দৃঢ়চেতা সৈনিক হিসেবে। বিএনপির মহান আদর্শ জাতীয়তাবাদ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন অগ্রভাগে। রাজনীতি শুধু বক্তব্য কিংবা কর্মসূচিতে সীমাবদ্ধ রাখেননি ভিপি সোহেল। করোনা মহামারি, প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক বিপর্যয় যেখানেই মানুষের দুঃখ-কষ্ট, সেখানেই তাকে সামনে থেকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। গরিব-দুস্থদের খাদ্য-ত্রাণ বিতরণ, শিক্ষার্থীদের সহায়তা, অসুস্থদের চিকিৎসা এসব কাজে তিনি মাঠে ছিলেন নিরলসভাবে। এমন জনদরদী ভূমিকা তাকে জনগণের হৃদয়ে পৌঁছে দিয়েছে। কথা হয় কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ (ভিপি) সোহেল এর সঙ্গে। তিনি বলেন, আমি ছিলাম, আছি, থাকব জনগণের পাশে দলীয় সিদ্ধান্ত মেনে, আদর্শকে বুকে ধারণ করে, রাজনীতি করবো মানুষের জন্য, এটাই আমার অঙ্গীকার। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে দল গোছানোর কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি গণসংযোগ, মতবিনিময় ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম। নিজ নির্বাচনী এলাকা ছাড়াও পুরো জেলায়ই সক্রিয় তিনি। এ আসনে বিএনপির আর কোনো প্রার্থী না থাকায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন তিনি। কথা হয় বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি মোহাম্মদ শরীফুল আলম এর সঙ্গে। তিনি বলেন, বিএনপি নির্বাচনমুখী বৃহত্তম গণতান্ত্রিক দল। বর্তমান বিএনপি যে কোনো সময়ের চেয়ে গোছানো এবং শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। সর্বশেষ দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে আমি মনে করি। সেই সঙ্গে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই সবাই কাজ করবে।
সিলেট-১ (মহানগর ও সদর উপজেলা) আসনে ২০১৮ সালে বিএনপির প্রার্থী হয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। ওই নির্বাচনে মাত্র ২ ঘণ্টায় তিনি দেড় লাখের কাছাকাছি ভোট পেয়েছিলেন। পরে নানা দমন-পীড়নের কারণে তাকে ভোটের মাঠ ছাড়তে হয়েছিল। ‘রাতের ভোটের’ বিচার জনগণের কাছে দিয়ে তিনি ভোটের মাঠ ছেড়ে দেন। খন্দকার মুক্তাদির মনোনয়নপ্রাপ্তির দিক থেকে অনেক এগিয়ে রয়েছেন। এবার ভোটের মাঠে তার জনসম্পৃক্ততার বিষয়টি আরও বেশি স্পষ্ট হয়েছে। তবে নতুন করে এ আসনে আলোচনায় এসেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি ইতিমধ্যে ভোটারদের কাছে যাওয়া শুরু করেছেন। তবে এখনও ভোটের মাঠে তার গতি কম। সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি নেতা এম ইলিয়াস আলী গুমের পর এ আসনে বিএনপির হাল ধরেছিলেন তার স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেগম তাহসিনা রুশদীর লুনা। একদিকে স্বামীর সন্ধান দাবি, অন্যদিকে নিজ আসনে দলকে আগলে রাখেন তিনি। ইলিয়াস আলীর এ আসনে লুনা নিজেই শক্তিশালী অবস্থান গড়ে তুলেছেন। এ আসনে মনোনয়ন পেলে লুনার জয় সময়ের ব্যাপার হবে বলে মনে করছেন এ আসনের ভোটাররা। এ ছাড়া আসনে ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরও ভোটের মাঠে রয়েছেন। ইতিমধ্যে সুধীজনের ব্যানারে হুমায়ূন কবির বিশ্বনাথ ও ওসমানীনগরে সমাবেশ করেছেন। তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামোর ৩১ দফা প্রচারে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ ১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফ আহমেদ টুটুল। তিনি দিন-রাত অবিরাম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন অলি-গলিতে গণসংযোগ করে যাচ্ছেন। কথা হয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ ১ আসনে মনোনয়ন প্রত্যাশী শরীফ আহমেদ টুটুল এর সঙ্গে। তিনি বলেন, ৩১ দফা হলো নতুন বাংলাদেশ গড়ার কার্যকরী দফা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুদ্ধিদীপ্ত গবেষণায় এ দফা বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন। আমরা বিগত ফ্যাসিস্ট হাসিনার সময়ে সকল প্রকার বাঁধা পেরিয়ে, জেল জুলুম, মামলা হামলার শিকার হয়ে দমে যাইনি। এখন সময় রাষ্ট্র গড়ার। তাই ৩১ দফা জনে জনে, ঘরে ঘরে পৌঁছে দিতে আমাদের নেতাকর্মীদের নিয়ে হাটে বাজারে, জনবহুল স্থানে পৌঁছে দিচ্ছি। ধানের শীষ হলো জনগণের আস্থার প্রতীক। তাই আগামী সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। একইভাবে দেশজুড়ে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠছে নির্বাচনী মাঠ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স