
বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় জামায়াত
- আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৫:৫৩:০৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৫:৫৩:০৮ অপরাহ্ন


বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারকে এমনটাই জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। গতকাল রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান বাংলাদেশে সফররত পাক পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। বাংলাদেশ-পাকিস্তান ছয় চুক্তি ও সমঝোতা স্মারক সই বাংলাদেশ-পাকিস্তান ছয় চুক্তি ও সমঝোতা স্মারক সই এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। সাক্ষাৎ শেষে দলটির পক্ষ থেকে আয়োজিত তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে আবদুল্লাহ মো. তাহের আরও জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কোন কোন ক্ষেত্রে উন্নয়ন সম্ভব সে বিষয়ে পাক পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন জামায়াত আমির।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ