ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে গ্রেফতার ১১ গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ভূমিদস্যু ও জালিয়াতি সম্রাট আসলামের অবৈধ কর্মকাণ্ডে গোপন তদন্ত শুরু ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি প্রধান আসামির মৃত্যুদণ্ড সহযোগীর পাঁচ বছর কারাদণ্ড জটিল রোগে ৩ লাখ টাকা পাবেন সরকারি কর্মচারীরা আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালের বিচার শুরু কর্মস্থলে শ্রমিকের মৃত্যু কমছে না আমতলীতে যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যে ও ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রকাশে নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন যুবদল নেতা আমতলীতে প্রতিবন্ধীর জমি দখলের পায়তারা,সালিশ বৈঠকে বসে মারামারির অভিযোগ উঠেছে ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিয়মিত মাসোহারা নিচ্ছে পুলিশ ভিকারুননিসায় হিজাবকাণ্ড অভিযুক্ত সেই শিক্ষিকা বরখাস্ত প্রণোদনার বীজ আমদানিতে অমিত-বঙ্গ সিন্ডিকেট বহাল ৩০৯ আবেদনের নিষ্পত্তি
২০৩০ সালের মধ্যে লক্ষ্য পূরণের টার্গেট

বাধ্যতামূলক হচ্ছে হাসপাতালভিত্তিক জন্ম-মৃত্যু নিবন্ধন

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১১:১৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১১:১৫:৫১ পূর্বাহ্ন
বাধ্যতামূলক হচ্ছে হাসপাতালভিত্তিক  জন্ম-মৃত্যু নিবন্ধন
বাংলাদেশে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে বিদ্যমান আইন সংশোধন করে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রকে আইনগতভাবে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, জন্ম-মৃত্যু নিবন্ধন কেবল নাগরিক অধিকার নয়, এটি রাষ্ট্রীয় পরিকল্পনা ও উন্নয়নের অন্যতম ভিত্তি। রাজধানীতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সাংবাদিক কর্মশালায় তারা এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গতকাল রোববার রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন: অগ্রগতি, প্রতিবন্ধকতা ও করণীয় শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। জাতিসংঘের আঞ্চলিক সংস্থা ইউএনএসকাপ ঘোষিত সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস) দশকের আওতায় বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার অঙ্গীকার করেছে। সেই লক্ষ্যে দেশের বিদ্যমান ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪’ সংশোধনের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি বলে অভিমত দিয়েছেন বক্তারা। তারা বলেন, দেশের প্রায় ৬৭ শতাংশ শিশু এখন স্বাস্থ্যসেবার আওতায় হাসপাতালে জন্ম নিচ্ছে। অথচ হাসপাতাল কর্তৃপক্ষকে আইনগতভাবে নিবন্ধনের দায়িত্ব দেওয়া হয়নি। ফলে পরিবারকে নিবন্ধকের নিকট তথ্য দিতে হচ্ছে, যা অনেক সময় বিলম্বিত হয় বা বাদ পড়ে যায়। বক্তারা আরও বলেন, ব্যক্তির পরিবর্তে প্রতিষ্ঠানের ওপর দায়িত্ব অর্পণ করলে নিবন্ধনের হার দ্রুত বৃদ্ধি পাবে। জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস বলেন, আমাদের দেশে এখনো পরিবারকে গিয়ে জন্ম বা মৃত্যু নিবন্ধন করতে হয়। বাস্তবে দেখা যায়, অনেকেই সচেতনতার অভাবে বা প্রক্রিয়াগত জটিলতার কারণে নিবন্ধন করে না। ফলে জাতীয় পর্যায়ে পরিসংখ্যান বিকৃত হয়। আইন সংশোধন করে যদি সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং স্বাস্থ্যকেন্দ্রকে এই দায়িত্ব দেওয়া হয়, তাহলে জন্ম-মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। এতে নাগরিকরা যেমন অধিকার থেকে বঞ্চিত হবেন না, তেমনি সরকারও নির্ভুল তথ্য পাবে। ভাইটাল স্ট্র্যাটেজিস-এর কান্ট্রি কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম বলেন, বর্তমানে বাংলাদেশে জন্ম নিবন্ধনের হার মাত্র ৫০ শতাংশ এবং মৃত্যু নিবন্ধনের হার ৪৭ শতাংশ। অথচ বৈশ্বিক গড়ে জন্ম নিবন্ধন ৭৭ শতাংশ এবং মৃত্যু নিবন্ধন ৭৪ শতাংশ। দক্ষিণ এশিয়ায়ও বাংলাদেশ অনেক পিছিয়ে। এ অবস্থায় আইনকে যুগোপযোগী করে দ্রুত হাসপাতালভিত্তিক নিবন্ধন ব্যবস্থা চালু করতে হবে। অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা’র কনভেনর লিটন হায়দার বলেন, জনগণকে সচেতন করা জরুরি হলেও কেবল জনসচেতনতার ওপর নির্ভর করে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন সম্ভব নয়। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পাশাপাশি স্বাস্থ্যখাতকে যদি সরাসরি দায়িত্ব দেওয়া হয়, তবে নিবন্ধন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। কো-কনভেনর নাদিরা কিরণ বলেন, বিশ্বব্যাপী অভিজ্ঞতা বলছে, ব্যক্তির পরিবর্তে প্রতিষ্ঠানের ওপর দায়িত্ব দিলে নিবন্ধন সফল হয়। অনেক দেশ ইতোমধ্যে হাসপাতালে সংঘটিত জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্ব হাসপাতালকে দিয়ে শতভাগ বা কাছাকাছি সফলতা পেয়েছে। বাংলাদেশকেও এ পথে এগোতে হবে। প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, বিদ্যমান আইন সংশোধন না করলে আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পিছিয়ে পড়ব। জন্ম-মৃত্যু নিবন্ধনকে ঐচ্ছিক না রেখে আইনগত বাধ্যবাধকতা তৈরি করা এখন সময়ের দাবি। কর্মশালায় আরও বক্তব্য দেন ভাইটাল স্ট্র্যাটেজিস-এর মো. মঈন উদ্দিন ও আত্মা’র মিজান চৌধুরী। সাংবাদিকদের উদ্দেশে বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন প্রজ্ঞা’র কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার ও কো-অর্ডিনেটর মাশিয়াত আবেদিন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য