ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে গ্রেফতার ১১ গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ভূমিদস্যু ও জালিয়াতি সম্রাট আসলামের অবৈধ কর্মকাণ্ডে গোপন তদন্ত শুরু ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি প্রধান আসামির মৃত্যুদণ্ড সহযোগীর পাঁচ বছর কারাদণ্ড জটিল রোগে ৩ লাখ টাকা পাবেন সরকারি কর্মচারীরা আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালের বিচার শুরু

সংস্কারবিহীন নির্বাচন মানে আ’লীগের আমলের নির্বাচন- তাহের

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১০:২৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১০:২৩:১৭ পূর্বাহ্ন
সংস্কারবিহীন নির্বাচন মানে আ’লীগের আমলের নির্বাচন- তাহের
জামায়াতে ইসলামী নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, যারা সংস্কার না করেই নির্বাচনে চলে যেতে চায় তাদের উদ্দেশ্য নিয়ে মানুষ সন্দেহ করতেই পারে। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, সংস্কার হতে হবে। কারণ, সংস্কার বিহীন নির্বাচন মানে আওয়ামী লীগের আমলের নির্বাচন। সংস্কার বিহীন শাসন মানে ফ্যাসিবাদের শাসন। সংস্কার বিহীন বাংলাদেশ মানে অন্ধকারে ডুবে যাওয়া সেই বাংলাদেশ। গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত ‘পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনিভিত্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। জামায়াত কেন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি প্রস্তাব করেছে সে বিষয়ে ডা. তাহের বলেন, বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় কিছু দল কখনোই সুষ্ঠু নির্বাচন দেয়নি। তাদের সময়ে গণভোটে ৯৯ ভাগ ভোট কাস্ট হওয়ার নজির রয়েছে, যা একেবারেই নির্বাচনের প্রক্রিয়ায় অসম্ভব। তিনি বলেন, যদি ঐতিহ্যগত পদ্ধতিতে নির্বাচন হয়, সেই গোষ্ঠী আবারও কেন্দ্র দখল করবে। ইতোমধ্যেই মাঠে তার লক্ষণ দেখা যাচ্ছে। তাই পিআর-ই সর্বোত্তম সমাধান। সবাই পিআর বোঝে বলেই ইতোমধ্যে ৭১ শতাংশ মানুষ এ ব্যবস্থার পক্ষে। জামায়াতের এই নেতা বলেন, নির্বাচন হবে কি হবে না, আমরা যাবো কি যাবো না-এটা মৌলিক প্রশ্ন নয়। মৌলিক প্রশ্ন হচ্ছে, সংস্কার মানছি কি না। সংস্কারবিহীন নির্বাচন এই নতুন বাংলাদেশের বিরুদ্ধে এবং সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি জানান, জামায়াত সব ষড়যন্ত্র প্রতিহত করবে এবং সংস্কার বাস্তবায়ন করে তবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য তিনি জনগণকে দৃঢ় ভূমিকা পালনের আহ্বান জানান। গোলটেবিল বৈঠকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. এম. কোরবান আলী’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স