ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

সংস্কারবিহীন নির্বাচন মানে আ’লীগের আমলের নির্বাচন- তাহের

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১০:২৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১০:২৩:১৭ পূর্বাহ্ন
সংস্কারবিহীন নির্বাচন মানে আ’লীগের আমলের নির্বাচন- তাহের
জামায়াতে ইসলামী নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, যারা সংস্কার না করেই নির্বাচনে চলে যেতে চায় তাদের উদ্দেশ্য নিয়ে মানুষ সন্দেহ করতেই পারে। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, সংস্কার হতে হবে। কারণ, সংস্কার বিহীন নির্বাচন মানে আওয়ামী লীগের আমলের নির্বাচন। সংস্কার বিহীন শাসন মানে ফ্যাসিবাদের শাসন। সংস্কার বিহীন বাংলাদেশ মানে অন্ধকারে ডুবে যাওয়া সেই বাংলাদেশ। গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত ‘পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনিভিত্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। জামায়াত কেন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি প্রস্তাব করেছে সে বিষয়ে ডা. তাহের বলেন, বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় কিছু দল কখনোই সুষ্ঠু নির্বাচন দেয়নি। তাদের সময়ে গণভোটে ৯৯ ভাগ ভোট কাস্ট হওয়ার নজির রয়েছে, যা একেবারেই নির্বাচনের প্রক্রিয়ায় অসম্ভব। তিনি বলেন, যদি ঐতিহ্যগত পদ্ধতিতে নির্বাচন হয়, সেই গোষ্ঠী আবারও কেন্দ্র দখল করবে। ইতোমধ্যেই মাঠে তার লক্ষণ দেখা যাচ্ছে। তাই পিআর-ই সর্বোত্তম সমাধান। সবাই পিআর বোঝে বলেই ইতোমধ্যে ৭১ শতাংশ মানুষ এ ব্যবস্থার পক্ষে। জামায়াতের এই নেতা বলেন, নির্বাচন হবে কি হবে না, আমরা যাবো কি যাবো না-এটা মৌলিক প্রশ্ন নয়। মৌলিক প্রশ্ন হচ্ছে, সংস্কার মানছি কি না। সংস্কারবিহীন নির্বাচন এই নতুন বাংলাদেশের বিরুদ্ধে এবং সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি জানান, জামায়াত সব ষড়যন্ত্র প্রতিহত করবে এবং সংস্কার বাস্তবায়ন করে তবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য তিনি জনগণকে দৃঢ় ভূমিকা পালনের আহ্বান জানান। গোলটেবিল বৈঠকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. এম. কোরবান আলী’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ