কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ
কুষ্টিয়ায় মেডিকেল কলেজের সামনে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের পাঁয়তারা করছে একটি প্রভাবশালী চক্র। রাতের আঁধারে বালু ফেলে ভরাট করা হয়েছে কুষ্টিয়া সড়ক ও জনপথ অধিদফতরের সরকারি জায়গাটি। গত কয়েকদিন ধরে গভীর রাতে ড্রাম ট্রাকে করে কুষ্টিয়া পৌরসভার হাউজিং এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক সংলগ্ন নালাটি ভরাট করছে প্রভাবশালীরা। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সীমানা প্রাচীরের লাগোয়া জায়গাটি দখল করে সেখানে দোকান নির্মাণের পাঁয়তারা করছেন তারা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।এ বিষয়ে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, সড়ক বিভাগের পানি নিষ্কাশনের নালায় বালু দিয়ে ভরাট করা হচ্ছে। রাতের আঁধারে বালু ফেলে ভরাট করা হচ্ছে। সরকারি জায়গাটি দখল করার পাঁয়তারা করছেন প্রভাবশালীরা। সড়ক বিভাগ তাদের জায়গা জমির দিকে নজর দেন না। তাদের নজরদারির অভাবে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের দুপাশের অনেক জায়গা দখল হয়ে গেছে। নতুন করে মেডিকেল কলেজের সামনের জায়গা দখল করা হচ্ছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দারা বলেন, প্রভাবশালীরা সড়ক বিভাগের সরকারি জায়গায় বালু ফেলে ভরাট করছে। সেখানে দোকান নির্মাণের পাঁয়তারা করছেন। গত রবিবার দিবাগত রাতে গাড়িতে করে বালু এনে পানি নিষ্কাশনের নালার বেশ কয়েক জায়গায় ফেলা হয়েছে। যারা দখলদারির সাথে জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। তা-না হলে এই জায়গাটিও দখল হয়ে যাবে। কারণ সড়ক বিভাগের উদাসিনতার কারণে কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের দুইপাশের অনেক স্থানে সরকারি জায়গা-জমি দখল করে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও পাকা স্থাপন নির্মাণ করা হয়েছে। সেগুলোর বিরুদ্ধে সড়ক বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় না।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন নিরাপত্তাকর্মী বলেন, গত রোববার গভীর রাতে বালু ফেলা হয়েছে। বালু দিয়ে সরকারি জায়গা ভরাট করা হচ্ছে। কারা এসব করছে তা জানি না। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডাঃ মো. আনোয়ারুল কবীর বলেন, মেডিকেল কলেজ হাসপাতাল ও সড়কের মাঝখানের নালায় বালু ফেলে ভরাট করা হচ্ছে বলে শুনেছি। তবে কারা এসব করছে তা জানি না। যে জায়গাটা ভরাট করা হচ্ছে সেটা সড়ক বিভাগের জায়গা। এ ঘটনায় আমাদের করণীয় কিছু নেই। ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সড়ক বিভাগের। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম নির্বাহী বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এক্ষুণি খোঁজ-খবর নিয়ে দেখছি। যারা সড়কের জায়গা দখল করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
