নারগাঁও (নারায়ণগঞ্জ) মো. মোক্তার হোসেন
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শান্তির বাজার গুজরাঘাট এলাকায় গত মঙ্গলবার বেলা ১১টার দিকে অটোরিকশা কেনার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দেশীয় তৈরি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডালিম গ্রুপ ও নুরা পাগলা নামে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়।ধারালো অস্ত্রের আঘাতে মহিলাসহ ১০ কাটা রক্তাক্ত জখম হয়। গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে উত্তেজিত ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনে।তবে ভাঙচুর,লুট হওয়া গরু, ছাগল, ভেড়া, বকরি ও ঘরের মূল্যবান আসবাবপত্রের ক্ষতিপূরণের বিষয়টি এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউপির বাংলা বাজার গুদারাঘাট মান্দারপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে মো. ডালিমের কাছ থেকে গত চার মাস পূর্বে একই গ্রামের ওয়াদুদ বেপারীর ছেলে নূর মোহাম্মদ ওরফে নুরা পাগলা অটোরিক্সা কেনার জন্য১ লাখ ২০ হাজার টাকা ধার নেয়। ধারাবাহিকতায় গতকাল মো. ডালিম পাওনা টাকা চাইতে গেলে নুরা পাগলার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনায় ধস্তা ধস্তি শুরু হয়। এ সময় নুরা পাগলা পাওনাদারকে ধাওয়া করলে মো. ডালিম দৌড়ে গ্যারেজে ঢুকে আত্মরক্ষার জন্য দরজা লাগিয়ে দেয়।এ সময় নুরা পাগলার সমর্থকরা দেশীয় তৈরি লাঠি সোটা,জুইত্তা,বল্লোম, ধারালো চাপাতি নিয়ে ডালিমের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়ে গরু, ছাগল, ভেড়া,বরকি, ঘরের থাকা মূল্যবান আসবাবপত্র হরি লুট করে নিয়ে যায়। ডালিম সমর্থকরা পাল্টা পাল্টি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদেরকে প্রতিহত করে। এ সময় শামীম, আব্দুল হাই, ওয়াসকরনী, রিনা বেগম, জয়নাল আবদিন সহ উভয় গ্রুপে নারীসহ ১০ জন গুরুতর আহত হয়।
এব্যাপারে সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদ হাসান খান বলেন,হামলা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একপক্ষের অভিযোগ আমরা পেয়েছি।
মাগুরায় দুই সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা আরম্ভ
মাগুরা থেকে আল এমরান
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে ও সামাজিক বনায়ন জোনের সহযোগিতায় মাগুরায় দুই সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
বুধবার (২০ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।র্যালি শেষে কালেক্টরেট ময়দানে ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। মেলায় ১৫টি স্টলে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিক্রয় করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা সামাজিক বনায়ন জোনের সহকারী বন সংরক্ষক খন্দকার মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাক্তার মোঃ শামীম কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম। এ সময় শিক্ষার্থীদের মাঝে ফলজ ও গাছের চারা বিতরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
