ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

আসছে বাজেট : সাধারণ মানুষের কথা ভাবুন

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৪ ০৭:৫৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৪ ০৭:৫৫:৫১ অপরাহ্ন
আসছে বাজেট : সাধারণ মানুষের কথা ভাবুন

চলমান মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত মানুষতবে আসন্ন বাজেটে এ দুই শ্রেণির জন্য এবারের বাজেটে কোনো সুখবর নেইআসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ থাকছে নাউল্টো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে রাজস্ব আয় বাড়াতে যেসব পদক্ষেপ নেয়া হচ্ছে, তাতে সংসার খরচ আরও বাড়বেপথের ভিখারি থেকে ধনিকশ্রেণির মানুষকে ভ্যাটের ভারও বইতে হবেআমরা দেখছি, অর্থমন্ত্রী আইএমএফর শর্ত পূরণ করতে গিয়ে বাজেটে অর্থ সংগ্রহের দিকে বেশি নজর দিয়েছেনঅবশ্য ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ব অর্থনীতিতে কয়েক বছর ধরে নানামুখী সংকট বিদ্যমানবাংলাদেশও যে এর বাইরে নয়, তা বলাই বাহুল্যতবে দেশ থেকে টাকা পাচার বেড়ে যাওয়া, বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব, মুদ্রার বিনিময় ও সুদের হার ক্রমাগত বৃদ্ধি, সর্বক্ষেত্রে অপচয়, অদক্ষতা ও সুশাসনের যে অভাব পরিলক্ষিত হচ্ছে, তাতে চলমান অর্থনৈতিক সংকটের জন্য শুধু ভূ-রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করা চলে না, অভ্যন্তরীণ কারণও এজন্য দায়ীউল্লেখ্য, আর্থসামাজিক ও রাজনৈতিক জটিল প্রেক্ষাপটের মধ্যে এ বছরের বাজেটের সঙ্গে আরও কয়েকটি বিষয় জড়িয়ে রয়েছেযেমন, এলডিসি (স্বল্পোন্নত দেশের তালিকা) থেকে উত্তরণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নঅষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষের দিকে, ফলে নতুন প্রেক্ষিত পরিকল্পনা হচ্ছেপাশাপাশি দেশের কিছু প্রত্যাশাও আছেএ মুহূর্তে ভূ-রাজনৈতিক যে কঠিন পরিস্থিতি বিরাজ করছে, তাতে এ কাজগুলো সম্পাদন করা সহজ হবে নাএবার ট্রাংগুলেশন অফ প্রবলেমস অর্থাৎ তিনটি সমস্যা একত্র হয়েছেযেমন এখনো মূল্যস্ফীতির মতো সমস্যা বর্তমান, এর সঙ্গে যোগ হয়েছে দেশি-বিদেশি ঋণ ঝুঁকিএ ছাড়া জিডিপি প্রবৃদ্ধির যে ধারা ছিল, সাম্প্রতিককালে তা হ্রাস পাচ্ছে দেখা যাচ্ছেপাশাপাশি কর আহরণ ও সরকারের খরচ করার ক্ষমতা সংকুচিত হয়েছে, যা আগামী বাজেটকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করবেএমন পরিস্থিতিতে বাজেট বাস্তবায়নে অপচয় রোধ, অনিয়ম ও দুর্নীতি বন্ধ এবং সুশাসন নিশ্চিতে গুরুত্ব দিতে হবেপাশাপাশি ব্যাংক খাত সংস্কারে নিতে হবে বড় ধরনের উদ্যোগআইএমএফের শর্ত মেনে নয়, আমরা মনে করি, ট্রাংগুলেশন অফ প্রবলেমসের অন্যতম মূল্যস্ফীতিকে গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে হবেভুলে গেলে চলবে না, গ্রাম হোক কিংবা শহর, মূল্যস্ফীতি সব জায়গার মানুষকেই আঘাত করছেএ ছাড়া বাস্তব পরিস্থিতিতে দেশি-বিদেশি ঋণ গ্রহণেও রাশ টানতে হবেকোনো প্রকল্পে অর্থ ব্যয়ের আগে তা জনগুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কি না, বিবেচনা করতে হবেঋণখেলাপি ও অর্থপাচারকারীদের বিরুদ্ধেও নিতে হবে কঠোর পদক্ষেপএকইসঙ্গে বাজেটের সফল বাস্তবায়নে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে মনোযোগ বাড়াতে হবেরেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধিতে যেমন জোর দিতে হবে, তেমনি আমদানিতেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা প্রয়োজনদৃঢ় অর্থনীতি ও বাজেটের সফল বাস্তবায়নে প্রতিটি ক্ষেত্রে অপচয় এবং অদক্ষতা ও সুশাসনের যে অভাব রয়েছে, তা নিরসনে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ