কুমিল্লা থেকে মো. রজ্জব আলী
কুমিল্লা আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় সেনাবাহিনীর একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে এক মানবপাচারকারী ও পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গত বুধবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কুমিল্লা আদর্শ সদর ক্যাম্পের সেনা টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সাজেদুল ইসলাম (৩৫)। ডে কুমিল্লা আদর্শ সদর উপজেলার হালিমা নগর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫২টি পাসপোর্ট, অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন ৩টি, বাটন মোবাইল ফোন ১টি উদ্ধার করা হয়।
সাজেদুল ইসলামের বিরুদ্ধে মানবপাচার, পাসপোর্ট জালিয়াতি, চাঁদাবাজি, অপহরণ এবং অস্ত্র রাখাসহ নানা অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। ইতোমধ্যেই তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। সেনাবাহিনী জানায়, অভিযান শেষে গ্রেফতার আসামি ও জব্দ সামগ্রী কুমিল্লা কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
