শেরপুর থেকে জি এইচ হান্নান
শেরপুর জেলার নকলা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ৩২ সদস্য বিশিষ্ট নবগঠিত উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে ১৫ জন নেতা মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে পদত্যাগ করেছেন। পদত্যাগকারী ৫ জন যুগ্ম-সমন্বয়কারী ও ১০ জন সদস্য লিখিতভাবে ওই সমন্বয় কমিটিকে প্রত্যাখ্যান করে পদত্যাগ করেছেন মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। পদত্যাগকারীরা হলেন- যুগ্ম-সমন্বয়কারী মো. মমিনুল ইসলাম আরব, মনিরুল ইসলাম মনির, সিরাজুল ইসলাম সোহাগ, রাশিদুল জামান রাসেল ও জসীম উদ্দীন এবং সদস্য মো. দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম শান্ত। তারা পৃথকভাবে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র প্রেরণ করেছেন। এতে সমন্বয় কমিটি প্রত্যাখ্যানের বিষয়টি উল্লেখ করার পাশাপাশি দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নকলা উপজেলার প্রধান সমন্বয়কারী একজন অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য লোক। এ প্রেক্ষাপটে আত্মবিশ্লেষণমূলক চিন্তা-ভাবনার পর আমরা সম্মিলিতভাবে জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয় কমিটির স্ব-স্ব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করি। সেই সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার আমরা একযোগে পদত্যাগের পাশাপাশি নকলা উপজেলা সমন্বয় কমিটি সম্পূর্ণভাবে প্রত্যাখান করেছি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
