জুলাই সনদকে সংবিধানের ওপর রাখা না রাখা এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে দ্বিমত পোষণ করে জাতীয় ঐকমত্য কমিশনে খসড়ায় লিখিত মতামত জমা দিয়েছে বিএনপি। গত বুধবার জাতীয় ঐকমত্য কমিশনকে জুলাই সনদের সমন্বিত খসড়া সম্পর্কে মতামত দেয় দলটি। বিএনপিসহ পাঁচটি দল এরইমধ্যে মতামত জানিয়েছে। এই মতামতে কোনো রাজনৈতিক ‘সমঝোতার দলিল’ সংবিধানের ওপরে স্থান পেতে পারে কি না, এমন প্রশ্ন তুলে বিএনপি বলছে, জুলাই সনদকে সংবিধানের ওপরে প্রাধান্য দেওয়া হলে খারাপ নজির তৈরি হবে। এ সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, সরাসরি এমন বিধান রাখারও বিপক্ষে বিএনপি। জুলাই সনদকে সংবিধানের ওপরে নাকি নিচে রাখা হবে সেটা নিয়েও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসবে দলটি। শিগগির এ আলোচনায় বসবেন বিএনপির দায়িত্বশীল নেতারা। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে মতামত চেয়ে জুলাই সনদের পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছিলো। যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে আলোচনা এবং পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণের পর তার ওপর লিখিত মতামত দিল বিএনপি। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সূত্রে জানা গেছে, নির্বাচনের স্বার্থে যতটা ছাড় দেওয়া দরকার, মতামতে ততোটা ছাড় দিয়েছে দলটি। বিএনপির এখন প্রত্যাশা, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত ও বাস্তবায়িত হবে। গত বুধবার ছিল মতামত দেওয়ার শেষ দিন। তবে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ ২৬টি দল মতামত না দেওয়ায় ২২ আগস্ট শুক্রবার বেলা ৩টা পর্যন্ত সময় বাড়িয়েছে কমিশন। জানা গেছে, সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনের আগে বাস্তবায়নের দাবিতে সোচ্চার জামায়াত, ইসলামী আন্দোলন ও এনসিপি। বর্ধিত সময়ের মধ্যে তারা মতামত জানাবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ঐকমত্য কমিশনে লিখিত মতামত জমা দিয়েছে বিএনপি
- আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০২:৪৯:৪৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০২:৪৯:৪৯ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ