বিনোদন ডেস্ক
পাকিস্তানের বরেণ্য অভিনেতা তালাত হুসেন মারা গেছেন। গত রোববার করাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। খবর পাকিস্তানি গণমাধ্যম ডন আর্টস কাউন্সিল অব পাকিস্তানের করাচি অংশের সভাপতি আহমেদ শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তালাত হুসেন। করাচির একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। আর্টস কাউন্সিলের সঙ্গে তাঁর গভীর যোগাযোগ ছিল। কারণ, তিনি পরিচালনা কমিটির সদস্য ছিলেন। তালাত হুসেন তাঁর ‘ইউনিক’ অভিনয়ের জন্য ‘সিতারা-আই-ইমতিয়াজ’ পুরস্কার পান বলেও জানান আহমেদ শাহ। তাঁর মতো অভিনেতা শতাব্দীতে একজন জন্মান বলে লিখেছেন আহমেদ শাহ। পিটিভির তথ্য অনুযায়ী, ১৯৪০ সালের ১৮ সেপ্টেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন তালাত হুসেন। ১৯৬০ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। নিজেকে আরও সমৃদ্ধ করার জন্য ১৯৭২ সালে অভিনয় বিষয়ে ডিগ্রি অর্জনের জন্য পাড়ি জমান যুক্তরাজ্যে। লন্ডনের একাডেমি অব মিউজিক অ্যান্ড ড্রামাটিক আর্টে ভর্তি হন তালাত হুসেন। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য মঞ্চ ও টিভি নাটকে যেমন অভিনয় করেছেন, তেমনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটক হলো-বন্দিশ, কারওয়ান, হাওয়াইন, পরচাইয়ান ইত্যাদি। তাঁর অভিনীত উল্লেখ্যযোগ্য চলচ্চিত্র হলো ‘চিরাঘ জলতা রাহা’, ‘গুমনাম’, ‘অ্যাক্টর ইন ল’ প্রভৃতি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
