বাংলাদেশে দ্রুত বর্ধমান অর্থনৈতিক কর্মকাণ্ড ও বিনিয়োগ পরিবেশকে এগিয়ে নিতে পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। গতকাল রোববার সিলেটের দ্যা গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত “বাণিজ্যিক আদালত”বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাবনা তুলে ধরেন। প্রধান বিচারপতি বলেন, বর্তমানে দেশে কোটি কোটি টাকার বাণিজ্যিক বিরোধগুলো সাধারণ দেওয়ানি মামলার মতোই বিচারাধীন হয়। এতে দ্রুত ও কার্যকর বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে, মামলার জট বাড়ছে এবং ব্যবসায়িক সম্পর্কের টানাপোড়েন তৈরি হচ্ছে। তার ভাষায়, “এটি বিচারকদের নিষ্ঠার ঘাটতি নয়, বরং কাঠামোগত অসংগতি।” তিনি জানান, ২০২৫ সালের মার্চ পর্যন্ত শুধু অর্থ ঋণ আদালতেই পঁচিশ হাজারের বেশি মামলা অমীমাংসিত অবস্থায় রয়েছে। ফলে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য আলাদা আদালত প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিন ধরে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের পক্ষ থেকে উত্থাপিত হয়ে আসছে। ড. রেফাত আহমেদ বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, রুয়ান্ডা, ভারত ও পাকিস্তান ইতোমধ্যেই বাণিজ্যিক আদালত গড়ে তুলে দক্ষ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে। এ অভিজ্ঞতাগুলো বাংলাদেশের জন্যও শিক্ষণীয়। প্রধান বিচারপতি প্রস্তাবিত বাণিজ্যিক আদালত কাঠামোর সাতটি মূল স্তম্ভের কথা উল্লেখ করেন। সেগুলো হলো: ১. একীভূত ও স্পষ্ট এখতিয়ার; ২. আর্থিক সীমারেখা ও স্তরভিত্তিক কাঠামো; ৩. বাধ্যতামূলক কেস ম্যানেজমেন্ট ও সময়সীমা; ৪. সমন্বিত মধ্যস্থতা ব্যবস্থা; ৫. প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার (ই-ফাইলিং, ডিজিটাল ট্র্যাকিং, হাইব্রিড শুনানি); ৬. সবার জন্য সমান প্রবেশাধিকার; ৭. জবাবদিহি ও কর্মক্ষমতা পর্যবেক্ষণ। তিনি জোর দিয়ে বলেন, পৃথক বাণিজ্যিক আদালত হলে সেটি হবে পূর্ণাঙ্গ, কার্যকর এবং বাণিজ্যের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেমিনারে সভাপতিত্ব করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ। সূচনা বক্তব্য দেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান। আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ব্যবসা-বাণিজ্যের বিরোধ মীমাংসায় পৃথক আদালতের প্রস্তাব প্রধান বিচারপতির
- আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৭:৩৮:৪৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৭:৩৮:৪৭ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ