ঢাকা , সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ , ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বন্দরে বিদেশি অপারেটরের বিরোধিতা নয়, সমর্থন করা উচিত: বিকেএমইএ’র সভাপতি মশক নিধনের বাজেট বাড়লেও মশা কমছে না রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে জল্পনা-কল্পনা সীমান্তে প্রবেশের অপেক্ষায় হাজার হাজার রোহিঙ্গা শিক্ষা ক্যাডারে বৈষম্য নিরসনে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ শ্রীপুরে পোশাক কারখানার সীমানা প্রাচীর ধসে শ্রমিকের মৃত্যু শ্রীপুরে পোশাক কারখানার সীমানা প্রাচীর ধসে শ্রমিকের মৃত্যু আঞ্চলিক পাসপোর্ট অফিস উত্তরা জাতীয় নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আন্দোলন চলবে- দুদু ঢাবিতে ঠিকাদারির টাকা নিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা আটক কক্সবাজারে চিংড়ির ঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ পাঁচ দফা দাবিতে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে তালা বাংলাদেশে নাশকতা চালাতে হাসিনাকে সহযোগিতা করছে ভারত : রিজভী বসুন্ধরা চেয়ারম্যান ও স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক শেরপুরে কোটি টাকার সরকারি জমি উদ্ধার জুলাই ঘোষণা-জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবসম্মত পদ্ধতি-শিশির মনির ফ্যাসিস্ট সরকার এস আলম গ্রুপকে সেতাবগঞ্জ চিনিকল দিতে চেয়েছিল-জোনায়েদ সাকি রমনা লোকাল ট্রেন উদ্ধারে আসা রিলিফ ট্রেনও লাইনচ্যুত সনদের আইনিভিত্তি না থাকলে আরেকটি হাসিনার জন্ম হবে-গোলাম পরওয়ার

শ্রীপুরে পোশাক কারখানার সীমানা প্রাচীর ধসে শ্রমিকের মৃত্যু

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৪:৪৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৪:৪৬:২৮ অপরাহ্ন
শ্রীপুরে পোশাক কারখানার সীমানা প্রাচীর ধসে শ্রমিকের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরে লানতাবুর অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার ধসে পড়া সীমানা প্রাচীরে চাপা পড়ে বিল্লাল হোসেন (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরেক শ্রমিক আহত হয়েছেন। গতকাল রোববার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত বিল্লাল হোসেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার নওপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি স্ত্রী এবং আড়াই বছরের মেয়েসন্তানসহ ভাড়া বাড়িতে থেকে লানতাবুর গ্রুপের তাকওয়া ফেব্রিক্স পোশাক কারখানার মেইন্টেনেন্স (রক্ষণাবেক্ষণ) সেকশনে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে তিনি সেখানে কর্মরত ছিলেন। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, সকালে বিল্লাল হোসেন কারখানায় কাজে যাচ্ছিলেন। লানতাবুর অ্যাপারেলস পোশাক কারখানার উত্তর-পশ্চিম পাশের সীমানা প্রাচীরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ প্রাচীর ধসে পড়লে বিল্লাল হোসেন নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। লানতাবুর গ্রুপের হিসাব বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার (ঊর্ধ্বতন মহা-ব্যবস্থাপক) মাহফুজুর রহমান বলেন, ‘গত কয়েক দিনের ভারী বর্ষণের ফলে সীমানা প্রাচীরের নিচু জমিতে পানি জমে ছিল। এতে সীমানা প্রাচীরের নিচ থাকা বালি সরে গিয়ে দেয়াল ধসে পড়ে সুপারভাইজার বিল্লাল হোসেন নিচে চাপা পড়ে আহত হন। কারখানার ব্যবস্থাপনায় দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কারখানার পক্ষ থেকে নিহত শ্রমিকের দাফন-কাফনসহ শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করা হবে।’ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের একটি টিম তাকওয়া ফেব্রিক্স পোশাক কারখানায় উপস্থিত রয়েছে। তারা নিহতের পরিবারের স্বজনদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন। স্বজনরা আসার পর তাদের অভিযোগের ভিত্তিতে মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স