ঢাকা , সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ , ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মশক নিধনের বাজেট বাড়লেও মশা কমছে না রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে জল্পনা-কল্পনা সীমান্তে প্রবেশের অপেক্ষায় হাজার হাজার রোহিঙ্গা শিক্ষা ক্যাডারে বৈষম্য নিরসনে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ শ্রীপুরে পোশাক কারখানার সীমানা প্রাচীর ধসে শ্রমিকের মৃত্যু শ্রীপুরে পোশাক কারখানার সীমানা প্রাচীর ধসে শ্রমিকের মৃত্যু আঞ্চলিক পাসপোর্ট অফিস উত্তরা জাতীয় নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আন্দোলন চলবে- দুদু ঢাবিতে ঠিকাদারির টাকা নিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা আটক কক্সবাজারে চিংড়ির ঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ পাঁচ দফা দাবিতে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে তালা বাংলাদেশে নাশকতা চালাতে হাসিনাকে সহযোগিতা করছে ভারত : রিজভী বসুন্ধরা চেয়ারম্যান ও স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক শেরপুরে কোটি টাকার সরকারি জমি উদ্ধার জুলাই ঘোষণা-জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবসম্মত পদ্ধতি-শিশির মনির ফ্যাসিস্ট সরকার এস আলম গ্রুপকে সেতাবগঞ্জ চিনিকল দিতে চেয়েছিল-জোনায়েদ সাকি রমনা লোকাল ট্রেন উদ্ধারে আসা রিলিফ ট্রেনও লাইনচ্যুত সনদের আইনিভিত্তি না থাকলে আরেকটি হাসিনার জন্ম হবে-গোলাম পরওয়ার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু একজনের, হাসপাতালে ভর্তি ৪৬৬

কক্সবাজারে চিংড়ির ঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৩:১৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৩:১৩:১৮ অপরাহ্ন
কক্সবাজারে চিংড়ির ঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১
কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়ি জোনে একটি মৎস্য ঘেরের দখল নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে শেকাব উদ্দিন (৩৫) নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাহারবিল ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের রাবার ড্যামের পাশে রামপুর আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহত শেকাব উদ্দিন একই উপজেলার রামপুর বক্সিপাড়া এলাকার বাসিন্দা মনজুর আলম ওরফে মনজুর বলির ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াছিন মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে আমরা ঘটনাস্থলে যাই। এর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গুলিবিদ্ধ অবস্থায় শেকাব উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত শেকাব উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি জামিনে ছিলেন। স্থানীয় সূত্র জানায়, রামপুর আবাসন প্রকল্প এলাকার পানি উন্নয়ন বোর্ডের রাবার ড্যামের পাশে প্রায় ২২ একর আয়তনের একটি মৎস্য ঘেরের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গত শনিবার রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী ঘেরটি দখলে নিতে হামলা চালায়। খবর পেয়ে প্রতিপক্ষের আরেকটি দল ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের গুলিতে শেকাব উদ্দিন গুলিবিদ্ধ হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াছিন মিয়া আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। অচিরেই দায়ীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য