ঢাকা , সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ , ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শেরপুরে কোটি টাকার সরকারি জমি উদ্ধার জুলাই ঘোষণা-জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবসম্মত পদ্ধতি-শিশির মনির ফ্যাসিস্ট সরকার এস আলম গ্রুপকে সেতাবগঞ্জ চিনিকল দিতে চেয়েছিল-জোনায়েদ সাকি রমনা লোকাল ট্রেন উদ্ধারে আসা রিলিফ ট্রেনও লাইনচ্যুত সনদের আইনিভিত্তি না থাকলে আরেকটি হাসিনার জন্ম হবে-গোলাম পরওয়ার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু একজনের, হাসপাতালে ভর্তি ৪৬৬ মশাবাহিত রোগে বাড়ছে মৃত্যু মোরেলগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৫৬ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম বেগমগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ আহত ৩ শার্শা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে ভারতীয় নাগরিকসহ তিনজনকে পুশইন চাঁপাইনবাবগঞ্জে কমছে পদ্মার পানি বাড়ছে ভাঙনের আশঙ্কা শ্যামনগরের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে মিলাদ-মাহফিলের আয়োজন, আটক ৩ শেরপুরের ঝিনাইগাতীতে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার পঞ্চগড় সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার পাইকগাছায় শিবসা নদিতে ধরা পড়ছে ইলিশ প্রেসক্লাব রামপালের সভাপতি সবুর রানাকে মোংলা ছাত্রদল নেতা পরিচয়ে হুমকি কৃষি অফিসারের প্রচেষ্টায় পানি নিষ্কাশন রক্ষা পেল শত শত বিঘার ধান

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৫৬ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১১:২৭:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১১:২৭:৪১ পূর্বাহ্ন
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৫৬ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
কুমিল্লা থেকে মো. রজ্জব আলী কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার ১০৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৬টি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোনো প্রধান শিক্ষক। এসব বিদ্যালয়গুলো দীর্ঘদিন যাবৎ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে। এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষকরা। এছাড়া উপজেলার বেশ কিছুসংখ্যক সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। এমন পরিস্থিতিতে এসব বিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ব্যাহত হচ্ছে পাঠদান। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫৬টি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই নেই প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের সংকটের পাশাপাশি ২১টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এ বিষয়ে অভিভাবকরা জানান, শিক্ষার প্রথম ধাপ প্রাথমিক বিদ্যালয়। এখান থেকেই একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু শিক্ষার ভিত্তিপ্রস্তর এ প্রাথমিক বিদ্যালয়ে যদি পাঠ দানে ঘাটতি থাকে তাহলে শিশুদের ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে? শিশুরা যে নড়বড়ে হবে তা বলার অপেক্ষা রাখে না। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শূন্যপদগুলোতে দ্রুত নিয়োগ দিয়ে সংকট নিরসনের দাবি জানান তারা। এ ব্যাপারে নাম না প্রকাশ করার শর্তে বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, শিক্ষার্থীরা শিক্ষাজীবন শুরুর সময় একজন শিক্ষকের ওপরই পুরোপুরি নির্ভরশীল। প্রধান শিক্ষক না থাকার কারণে সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের প্রশাসনিক কাজে বাড়তি সময় দিতে হচ্ছে। এতে স্বাভাবিকভাবে শিশুদের মধ্যে পাঠদান বিঘ্নিত হচ্ছে। প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা এক সহকারী শিক্ষক বলেন, প্রশাসনিক কাজ ও শিশু শিক্ষার্থীদের মধ্যে পাঠদান একই সঙ্গে অসম্ভব। দায়িত্ব হিসাবে এখানে দুটিই গুরুত্বপূর্ণ। তাই একদিকে গেলে অন্যদিক ব্যাহত হচ্ছে। তবে শূন্য পদগুলো পূরণ হয়ে গেলে এ সমস্যার সমাধান হবে। ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন বলেন, এ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে ৫৬টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এছাড়াও সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ২১টি। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা বিদ্যালয়গুলোতে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। তিনি আরও বলেন, এসব সংকট নিরসনের লক্ষ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। আশা করছি, এ সংকট অল্প সময়ের মধ্যে নিরসন হবে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, আমি বিষয়টি শুনেছি যত দ্রুত সম্ভব এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ