ঢাকা , সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ , ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শেরপুরে কোটি টাকার সরকারি জমি উদ্ধার জুলাই ঘোষণা-জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবসম্মত পদ্ধতি-শিশির মনির ফ্যাসিস্ট সরকার এস আলম গ্রুপকে সেতাবগঞ্জ চিনিকল দিতে চেয়েছিল-জোনায়েদ সাকি রমনা লোকাল ট্রেন উদ্ধারে আসা রিলিফ ট্রেনও লাইনচ্যুত সনদের আইনিভিত্তি না থাকলে আরেকটি হাসিনার জন্ম হবে-গোলাম পরওয়ার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু একজনের, হাসপাতালে ভর্তি ৪৬৬ মশাবাহিত রোগে বাড়ছে মৃত্যু মোরেলগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৫৬ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম বেগমগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ আহত ৩ শার্শা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে ভারতীয় নাগরিকসহ তিনজনকে পুশইন চাঁপাইনবাবগঞ্জে কমছে পদ্মার পানি বাড়ছে ভাঙনের আশঙ্কা শ্যামনগরের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে মিলাদ-মাহফিলের আয়োজন, আটক ৩ শেরপুরের ঝিনাইগাতীতে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার পঞ্চগড় সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার পাইকগাছায় শিবসা নদিতে ধরা পড়ছে ইলিশ প্রেসক্লাব রামপালের সভাপতি সবুর রানাকে মোংলা ছাত্রদল নেতা পরিচয়ে হুমকি কৃষি অফিসারের প্রচেষ্টায় পানি নিষ্কাশন রক্ষা পেল শত শত বিঘার ধান

পঞ্চগড় সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১১:১৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১১:১৭:৪৭ পূর্বাহ্ন
পঞ্চগড় সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
পঞ্চগড় থেকে মুহম্মদ তরিকুল ইসলাম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শুকানি সীমান্তে মানিক হোসেন (৩২) এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। গত ১৬ আগস্ট সকালে করতোয়া ও সাঁও নদীর মিলনস্থল (দু-মুখা) এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, নিহত মানিক হোসেন তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার তবিবর রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার ভোরে সীমান্তে গরু আনতে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এ সময় বাকিরা পালিয়ে গেলেও নিখোঁজ হন মানিকসহ ৪ জন। নিখোঁজের দু’দিন পর শনিবার সকালে সীমান্তের ওই স্থানে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও বিজিবিকে খবর দেয়। এতে মরদেহের মাথায় গুলির ক্ষত চিহ্ন পেয়েছে পুলিশ। এদিকে নিখোঁজ বাকি ৩ জনের মধ্যে আব্দুল হুদা ওরফে জমির উদ্দিন নামের একজনকে সকালে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। তবে আরো দুজন এখনো নিখোঁজ রয়েছে বলে দাবি স্থানীয়দের। দেবনগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আইবুল ইসলাম বলেন, ওইদিন রাতে কয়েকটি দল সীমান্তে গরু আনতে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। ওইদিন থেকে ৪ জন নিখোঁজ ছিল। আজ মানিকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। বিএসএফই তাকে গুলি করে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন, কেউ অপরাধ করলে তাকে প্রচলিত আইনে শাস্তি দেওয়া হোক। কিন্তু নির্বিচারে গুলি করে হত্যা কোনোভাবেই মেনে নেয়া যায় না। যে দুজন ভারতে আটক আছে তাদের ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি। তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাজির হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। নিহত যুবকের মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথার পেছনে গুলি প্রবেশ করে চোখের পাশ দিয়ে বেরিয়ে গেছে। তবে নিখোঁজের বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ