ঢাকা , সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ , ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আন্দোলন চলবে- দুদু ঢাবিতে ঠিকাদারির টাকা নিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা আটক কক্সবাজারে চিংড়ির ঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ পাঁচ দফা দাবিতে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে তালা বাংলাদেশে নাশকতা চালাতে হাসিনাকে সহযোগিতা করছে ভারত : রিজভী বসুন্ধরা চেয়ারম্যান ও স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক শেরপুরে কোটি টাকার সরকারি জমি উদ্ধার জুলাই ঘোষণা-জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবসম্মত পদ্ধতি-শিশির মনির ফ্যাসিস্ট সরকার এস আলম গ্রুপকে সেতাবগঞ্জ চিনিকল দিতে চেয়েছিল-জোনায়েদ সাকি রমনা লোকাল ট্রেন উদ্ধারে আসা রিলিফ ট্রেনও লাইনচ্যুত সনদের আইনিভিত্তি না থাকলে আরেকটি হাসিনার জন্ম হবে-গোলাম পরওয়ার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু একজনের, হাসপাতালে ভর্তি ৪৬৬ মশাবাহিত রোগে বাড়ছে মৃত্যু মোরেলগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৫৬ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম বেগমগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ আহত ৩ শার্শা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে ভারতীয় নাগরিকসহ তিনজনকে পুশইন চাঁপাইনবাবগঞ্জে কমছে পদ্মার পানি বাড়ছে ভাঙনের আশঙ্কা শ্যামনগরের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে মিলাদ-মাহফিলের আয়োজন, আটক ৩

কৃষি অফিসারের প্রচেষ্টায় পানি নিষ্কাশন রক্ষা পেল শত শত বিঘার ধান

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১১:১৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১১:১৫:১১ পূর্বাহ্ন
কৃষি অফিসারের প্রচেষ্টায় পানি নিষ্কাশন রক্ষা পেল শত শত বিঘার ধান
নাটোর থেকে মোল্লা মো. আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গায় অবিরাম বৃষ্টিপাতে উপজেলার ধামনপাড়াসহ বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। হঠাৎ জমিতে পানি জমে শত শত বিঘা ধানসহ বিভিন্ন আবাদ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় উপজেলা কৃষি অফিসারের উদ্যোগ ও দ্রুত পদক্ষেপে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় কৃষকের স্বপ্নের ফসল রক্ষা পায়। গত শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ধান বাঁচাতে কৃষকদের নিয়ে কৃষি অফিসার স্থানীয় জনসাধারণ নিয়ে কাজ শেষে করেছেন স্বস্তি ফিরেছে কৃষকের মাঝে। পানি নিষ্কাশন করেছেন। উপজেলা কৃষি অফিসার মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের সঙ্গে যোগাযোগ রেখে জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের কাজ শুরু করেন। খালে পাইপ বসিয়ে খাল ও ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জমির অতিরিক্ত পানি দ্রুত নামানো হয়। ফলে জমিতে থাকা ধানসহ বিভিন্ন আবাদ পানিতে পচে নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। স্থানীয় কৃষক আলামিন বলেন, আমরা কৃষি অফিসারকে জানানোর সঙ্গে সঙ্গে তিনি মাঠে ছুটে আসেন এবং গ্রামবাসীর সাথে আলাপ করে বিভিন্ন অফিসে ফোন দেন, পরের দিনই বিএমডিএ আমাদের পানি নিষ্কাশনের পাইপ সরবরাহ করেন। স্থানীয় কৃষকরা জানান, যদি কৃষি অফিসার সময়মতো উদ্যোগ না নিতেন তবে তাদের পুরো মৌসুমের ফসল তলিয়ে যেত। এ উদ্যোগে তারা নতুনভাবে আশার আলো দেখছেন। নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. কিশোয়ার হোসেন বলেন, কৃষকদের ধান বাঁচাতে আমরা জরুরি পদক্ষেপ নিয়েছি। ইউএনও মহোদয়ের সাথে আলোচনা করে বিএমডিএ তে কৃষক পাঠিয়ে পাইপ আনিয়েছি কারণ পানি নিষ্কাশনের ব্যবস্থাই ছিল একমাত্র উপায়। কৃষকরা এখন স্বস্তিতে আছেন-এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। নলডাঙ্গা উপজেলায় এই বছর এখন পর্যন্ত ৩৫৫৬ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। কৃষি বিভাগের এ উদ্যোগে এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ