ঢাকা , সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ , ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে সক্রিয় হচ্ছে বিএনপি রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় বাংলাদেশ-নিরাপত্তা উপদেষ্টা পোরশায় উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন -উপদেষ্টা রিজওয়ানা দেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে -তারেক রহমান কর্মকর্তারা কোনো দলের লেজুড়বৃত্তি করতে পারবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যবসা-বাণিজ্যের বিরোধ মীমাংসায় পৃথক আদালতের প্রস্তাব প্রধান বিচারপতির একনেকে ১১ প্রকল্প অনুমোদন ব্যয় ৯৩৬১ কোটি টাকা যুক্তরাষ্ট্র-ভারত শুল্ক আলোচনা বাতিল বন্দরে বিদেশি অপারেটরের বিরোধিতা নয়, সমর্থন করা উচিত: বিকেএমইএ’র সভাপতি মশক নিধনের বাজেট বাড়লেও মশা কমছে না রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে জল্পনা-কল্পনা সীমান্তে প্রবেশের অপেক্ষায় হাজার হাজার রোহিঙ্গা শিক্ষা ক্যাডারে বৈষম্য নিরসনে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ শ্রীপুরে পোশাক কারখানার সীমানা প্রাচীর ধসে শ্রমিকের মৃত্যু শ্রীপুরে পোশাক কারখানার সীমানা প্রাচীর ধসে শ্রমিকের মৃত্যু আঞ্চলিক পাসপোর্ট অফিস উত্তরা জাতীয় নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আন্দোলন চলবে- দুদু

পাওয়ার হিটিং নিয়ে যা জানালেন ফাহিম

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৭:৩৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৭:৩৯:৫৯ অপরাহ্ন
পাওয়ার হিটিং নিয়ে যা জানালেন ফাহিম
এমনিতেই পাওয়ার হিটিংয়ের ধারণাটা খুব পরিষ্কার নয় অনেকের কাছেই। তার ওপর হোম অব ক্রিকেটে গোপনীয়তা বজায় রেখে পাওয়ার হিটিং কোচের অনুশীলন করানো নিয়ে সাধারণ ক্রিকেট অনুরাগীদের মনে কৌতূহল আরও বেড়েছে। এদিকে এশিয়া কাপের আগে এই পাওয়ার হিটিং কোচ নিয়োগ ও তার অধীনে এক মাসের পাওয়ার হিটিং ট্রেনিং করানো নিয়েও আছে নানা প্রশ্ন। অনেকেই বলছেন, হেড কোচ, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের সঙ্গে আরও একজন পাওয়ার হিটিং কোচের সংযোজন কতটা ভূমিকা রাখতে পারবে? এ স্বল্প সময়ে ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতা কতটা বাড়বে? এ কোচিংয়ের কি আদৌ কোনো ইতিবাচক প্রভাব আছে? আর যদি থেকেই থাকে, তাহলে কেন এশিয়া কাপের মতো বড় আসরের আগে এক মাসের জন্য পাওয়ার হিটিং কোচ নিয়ে আসা? কেনই বা আরও আগে দীর্ঘ মেয়াদে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং কোচদের সঙ্গে একজন পাওয়ার হিটিং কোচকে নিয়োগ দেওয়া হলো না? বিসিবি পরিচালক ও জাতীয় দলের ব্যবস্থাপনা কমিটি (ক্রিকেট অপারেশনস) প্রধান নাজমুল আবেদিন ফাহিম এসব প্রশ্নের মুখোমুখি হয়ে বোঝানোর চেষ্টা করেন যে, পাওয়ার হিটিং কোচ নিয়োগের যথার্থতা আছে বেশ। আর এই ধরনের কোচ সব দেশে অল্প সময়ের জন্যই আসেন। কোনো দেশেই দীর্ঘ মেয়াদে পাওয়ার হিটিং কোচ নিয়োগ দেওয়া হয় না। ফাহিম বলেন, ‘আসলে পাওয়ার হিটিং হচ্ছে একটা কনসেপ্ট (ধারণাগত বিষয়)। এটা প্রথাগত ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের স্পেশালিস্ট কোচিংয়ের মতো নয়। এ কারণেই ক্রিকেটারদের আগে স্থানীয় কোচদেরও পাওয়ার হিটিং কনসেপ্ট সম্পর্কে অবহিত করা হয়েছে। তাদেরও ধারণা দেওয়া হয়েছে।’ ফাহিম যোগ করেন, ‘মূলত, ব্যাটার ও বোলার সবার পাওয়ার হিটিং সামর্থ্য বাড়ানোই স্বল্প মেয়াদী ট্রেনিংয়ের উদ্দেশ্য। আর পৃথিবীর সব দেশেই এই পাওয়ার হিটিং কোচিংটা স্বল্প মেয়াদেই হয়। এটা কোনো ট্যাকটিক্যাল (কৌশলগত) ব্যাপার নয়। তাই পাওয়ার হিটিংয়ে দীর্ঘমেয়াদী কোচের দরকার তেমন নেই।’ বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘এটা ট্যাকটিক্যাল বিষয় নয় বলেই সবার জানা দরকার। আমাদের দেশে দেখা যায় ২/৩ জন পাওয়ার হিটার থাকেন। সেটা মোটেই যথেষ্ট নয়। সবাইকে হিট করতে জানতে হবে। কারণ পাওয়ার হিটিং একটা কনসেপ্ট।’ তবে ফাহিম স্বীকার করেন, শুধু জাতীয় দলের জন্য নয়, বয়সভিত্তিক দল; বিশেষ করে অনূর্ধ্ব-১৯, এইচপি ও ‘এ’ দলের ক্রিকেটারদেরও এই পাওয়ার হিটিং কনসেপ্টের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া খুব দরকার। আগামীতে জাতীয় দলের পাশাপাশি যুব দল, হাই পারফরম্যান্স ইউনিট ও ‘এ’ দলের জন্যও পাওয়ার হিটিং কোচ নিয়োগে প্রতিশ্রুতি মিলেছে ফাহিমের কণ্ঠে। ক্রিকেট অপসের চেয়ারম্যান বলেন, ‘আগামীতে জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৯, এইচপি আর ‘এ’ দলের জন্যও পাওয়ার হিটিং কোচ নিয়োগের চেষ্টা করবো।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ