বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে ‘ষড়যন্ত্রকারীরা’ মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে দিতে চেয়েছিল বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাসদ। বঙ্গবন্ধু হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমেদ মনজুর দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়। স্বাধীনতার চার বছরের মধ্যে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সপরিবারে জীবন দিতে হয় তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে। বাংলাদেশ জাসদ বলছে, “ইতিহাসের নজিরবিহীন এ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্য, তার আত্মীয় দুটি পরিবারের সদস্যবৃন্দ, কর্তব্যরত কয়েকজন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মোহাম্মদপুরের কয়েকজন নিরীহ বাসিন্দা। “সেনাবাহিনীর পরিচয় ও সাজ সরঞ্জাম ব্যবহার করে একদল ষড়যন্ত্রকারী ও কতিপয় আওয়ামী লীগ নেতা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যাকাণ্ডের পর পরই বিশেষ বিশেষ রাষ্ট্র হত্যাকাণ্ডে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে।” সেই সময়ের জাসদের ভূমিকা তুলে ধরতে গিয়ে বিবৃতিতে বলা হয়, “জাসদ (যা বর্তমানে বাংলাদেশ জাসদ) বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে তুমুল সংগ্রামের মাধ্যমে প্রতিবাদ সংঘটিত করেছে, বুকের রক্তও ঢেলে দিয়েছে। “বিপ্লবী গণ-অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধু সরকারের পতন ঘটিয়ে বাকশাল ব্যতিত একটি সর্বদলীয় গণতান্ত্রিক জাতীয় সরকার গঠনের ডাক দিয়েছেন তৎকালীন জাসদ নেতৃত্ব। জনগণের প্রতিরোধ আন্দোলনের মাধ্যমেই সেটি সম্পন্ন করার রাজনৈতিক লক্ষ্য নিয়েছিল জাসদ। “কিন্তু অপরিণামদর্শী একদলীয় বাকশাল রাজনীতি ও জরুরি অবস্থার সুযোগ নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা রাতের আঁধারে বঙ্গবন্ধু ও অন্যান্যদের নির্মম হত্যাকাণ্ড পরিচালনা করে একদিকে মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে দিতে চেয়েছে, অন্যদিকে অগ্রিম আঘাত হেনে জনতার অবশ্যম্ভাবী বিপ্লবী গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করার চক্রান্ত করেছে।” বাংলাদেশ জাসদ বলেছে, “ফলে গোটা জাতি এক অন্ধকার যুগে প্রবেশ করেছে। জাসদ দ্রুতই এ ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং বুকের রক্ত দিয়ে খুনিদের বিরুদ্ধে লড়াই করেছে। তারই ধারাবাহিকতায় আমরা আজ আবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে তীব্র ঘৃণা জানাচ্ছি এবং শোক প্রকাশ করছি।” বিবৃতিতে বলা হয়, “এ প্রসঙ্গে বাংলাদেশ জাসদ সুস্পষ্টভাবে বলতে চায় যে, ফ্যাসিবাদী হাসিনা সরকারের অপরাধের কারণে যেমনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে জায়েজ করা যায় না, তেমনি শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করতে গিয়ে মুক্তিযুদ্ধের আদর্শকেও খাট করা যাবে না। “১৯৭৫ সনের এ মর্মান্তিক রাজনৈতিক হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রের বিরুদ্ধে এদেশের জনগণের যে ঘৃণা প্রকাশ পেয়েছে, তার ধারাবাহিকতায় এদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বারবার পরাজিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।” স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানকে হত্যার দিন ১৫ অগাস্ট সকাল ১১টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানোর কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাসদ।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

‘ফ্যাসিবাদী’ হাসিনার অপরাধে বঙ্গবন্ধু হত্যা জায়েজ করা যায় না-বাংলাদেশ জাসদ
- আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৭:০৪:৪৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৭:০৪:৪৩ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ