ঢাকা , শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ , ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে গণপূর্ত ভবন ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ মুক্তি পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে রাজনৈতিক দলগুলোকে ইইউ’র বার্তা ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী উত্তপ্ত রাজধানীসহ সারাদেশ সংসদ নির্বাচনের দিনই গণভোট বাস্তবধর্মী সিদ্ধান্ত-১২ দলীয় জোট ১ম প্রান্তিকে ওয়ালটনের মুনাফায় শতকরা ৪৮ ভাগ প্রবৃদ্ধি মনোনয়ন বঞ্চিতদের টার্গেট এনসিপি নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়ার আশঙ্কা আর্থিক চাপে দিশাহারা সরকার আমি স্বামী হত্যার আসামি হয়ে ২ শিশু সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমতলীতে শীত আসতে না আসতেই গরম পোশাক বিক্রির ধুম চাঁপাইনবাবগঞ্জে সেতু ধসে বিপাকে অর্ধলক্ষাধিক মানুষ ১১ মাসে ভূমধ্যসাগরে ডুবে মরা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ১০০০ ছাড়াল চীন সীমান্তের কাছে নতুন বিমানঘাঁটি ভারতের মক্কায় রেড অ্যালার্ট জারি থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের ফের পাল্টাপাল্টি হামলা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১২:৪৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১২:৪৫:১০ অপরাহ্ন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

লক্ষ্মীপুরে থেকে ভি বি রায় চৌধুরী
লক্ষ্মীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রেসক্লাব ও লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে ১৪ আগস্ট ২০২৫ ইং সকাল ১০.৩০ মিনিট থেকে ঘন্টা ব্যাপী এক মানববন্ধনের আয়োজন করা হয়।  মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময়ে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ, বাংলাদেশ প্রেসক্লাবের লক্ষ্মীপুর জেলা শাখার সদস্যসচিব মেহেদী হাসান রাসেল, রামগতি উপজেলা প্রেসক্লাবের সভাপতিমো.  রেজাউল হক সহ ফেনী জেলার বাংলাদেশ প্রেসক্লাবের সম্মানীত সভাপতি  দেওয়ান গাজী উপস্থিত ছিলেন।অনুষ্ঠান টি সঞ্চালনা করে দৈনিক ঢাকা রিপোর্ট পত্রিকার স্টাফ রিপোর্টার শহিদুল আলম বাবু।  মানববন্ধন অনুষ্ঠানে লক্ষ্মীপুর শাখার বাংলাদেশ প্রেসক্লাবের আহবায়ক ভি বি রায় চৌধুরী বলেন গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অপর তিনটি স্তম্ভ হচ্ছে, আইনসভা, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ। বোঝাই যাচ্ছে গণমাধ্যমের গুরুত্ব ও অবস্থান কোথায়! জনস্বার্থ অভিমুখী মুক্ত গণমাধ্যম ছাড়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র পূর্ণতা পায় না। সরকার ও প্রশাসনের অসঙ্গতি ধরিয়ে দেওয়াসহ জনগণের সংগ্রামের সহযোদ্ধা হিসেবে গণমাধ্যমকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হয়। আসলে গণমাধ্যম হচ্ছে জনগণের সংগ্রামের সহযোদ্ধা, নীতি-আদর্শের যৌথ প্রচারক ও যৌথ আন্দোলনকারী, জনস্বার্থ ও রাষ্ট্রের পাহারাদার। গণমাধ্যমই সঠিক পথ বাতলে দেয় যাতে সরকার, প্রশাসন ও জনগণ সঠিক পথে পরিচালিত হতে পারে। গণমাধ্যম সরকার, প্রশাসন ও জনগণের প্রতিপক্ষ নয়; তবে জনস্বার্থে নজরদারী করবে। কাজেই বলিষ্ট ও শক্তিশালী গণমাধ্যম ছাড়া জনস্বার্থের রাষ্ট্রব্যবস্থা শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে না। রাষ্ট্রের অন্য তিনটি স্তম্ভ নড়বড়ে হয়ে গেলেও চতুর্থ স্তম্ভ শক্ত থাকলে রাষ্ট্রকে গণমুখী রাখা যায়। আর চতুর্থ স্তম্ভ নড়বড়ে হলে রাষ্ট্রব্যবস্থা গণবিচ্ছিন্ন হয়ে পড়ে, রাষ্ট্র বিপদগ্রস্ত হয়।
গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সংবাদপত্র ও গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করার সময় প্রায়ই নানা ধরনের হুমকি, ভয়ভীতি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য