ঢাকা , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ , ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিকল্পিত অস্থিরতা শিক্ষা প্রশাসনে শর্তের লড়াইয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে নেত্রকোণায় ছাদ ধসে তিন শ্রমিক নিহত, আহত দুই নতুনরূপে সেজেছে উত্তরার মুগ্ধ মঞ্চ রাজবাড়ীতে বাড়ছে নদ-নদীর পানি, শঙ্কায় নিম্নাঞ্চলের মানুষ তিস্তার পানি বিপদসীমার ওপরে ২০ হাজার মানুষ পানিবন্দি চাঁপাইনবাবগঞ্জে ৪১ বিদ্যালয়ে পাঠদান ব্যাহত মুজিবনগরে মহিলাসহ মোট ৪ জনকে বিএসএফর পুশইন গৌরনদী বাস-কোচ কাউন্টার মালিক ও শ্রমিক সমিতি গঠন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান সুনামগঞ্জের মধ্যনগরে বিজিবির যৌথ অভিযানে অবৈধ ভারতীয় ব্লেজারের কাপড় আটক মাদারীপুরে চুরি-ডাকাতি-ছিনতাই প্রতিরোধে ঐক্যবদ্ধ গ্রামবাসী পাইকগাছায় কপোতাক্ষের বাঁধে ধস আতঙ্কে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ বাঙ্গরায় মেয়াদ উত্তীর্ণ স্পিরিট পানে ২ জনের মৃত্যু সুনামগঞ্জে পাথরবাহী স্টিলের নৌকাসহ গ্রেফতার ২ পঞ্চগড়ে ঘাগড়া সীমান্ত দিয়ে আরও ২৩ জনকে পুশইন মেহেরপুর কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন ১৫ আগস্ট মোরেলগঞ্জ বিএনপির কাউন্সিল ২ প্যানেলে বিভক্ত নেতাকর্মীরা কুমিল্লা বুড়িচংয়ের বাজারে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা

পাইকগাছায় কপোতাক্ষের বাঁধে ধস আতঙ্কে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১২:২৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১২:২৪:৩৫ অপরাহ্ন
পাইকগাছায় কপোতাক্ষের বাঁধে ধস আতঙ্কে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ
পাইকগাছা (খুলনা) থেকে শেখ নাদীর শাহ্
কপোতাক্ষের তীব্র ভাঙনের মুখে দুর্বল বেড়িবাঁধ নিয়ে ফের নির্ঘুম রাত কাটাচ্ছে পাইকগাছার হিতামপুর এলাকার নদী তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। সম্প্রতি কয়েকদিনের টানা বৃষ্টিতে নদের পানি বৃদ্ধি পেয়ে যে কোনো সময় ওয়াপদার বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আতঙ্ক যেন জনমনে আরও বেশি জেঁকে বসেছে।
যদিও গত ১২ আগস্ট দুপুরে উপজেলার হিতামপুর এলাকায় প্রায় ৫৮ লাখ টাকা ব্যায়ে কপোতাক্ষের ক্ষতিগ্রস্থ ১৭০ মিটার এলাকার সংস্কারাধীন বাঁধ ধসের খবরে গত ১৩ আগস্ট সকালে পাউবোর উপ-বিভাগীয় সহকারী প্রৌকশলী এসএম রিফাত বিন রফিক (এসডিও) ধসে পড়া এলাকা পরিদর্শন করেছে।
সরেজমিনে স্থানীয় একাধিক চিংড়ি চাষিদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন যাবত উপজেলার হিতামপুর এলাকায় কপোতাক্ষের বাঁধের অব্যাহত ভাঙনে প্রায় প্রতিবছরই প্লাবিত হয় অন্তত কয়েকশ বিঘার মৎস্য ঘের, ধানসহ বিস্তীর্ণ অঞ্চল।
এতে করে প্রতি বছরই কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয় স্থানীয়দের।
চরেরবিল এলাকার কৃষক তৈয়বুর রহমান জানান, গত বছরও ওয়াপদার বাঁধ ভেঙে সম্পূর্ণ বিল পানির নিচে প্লাবিত হয়।
এতে করে ভেসে যায় অন্তত ১৬শ’ বিঘার মৎস্য ঘের, ফসলি জমি তলিয়ে ব্যাপক ক্ষতি হয়। পরবর্তীতে সরকারি ও স্থানীয়দের সহায়তায় বিকল্প বাঁধ নির্মাণ করা হয়। সর্বশেষ পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে এমনটাই দাবি করেন তিনি।
ধসেপড়া এলাকা পরিদর্শনকালে পাউবোর উপ-বিভাগীয়  প্রকৌশলী এসএম রিফাত বিন রফিক বলেন, এই এলাকায় পানির  প্রচণ্ড চাপ থাকায় যেনতেন উপায়ে ভাঙনরোধ করা অসম্ভব। দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণে আস্বস্ত করেন তিনি।
চলমান সংকট নিরসন তথা ভাঙন ঝুঁকি এড়াতে কপোতাক্ষের দুর্বল বেড়িবাঁধ সংস্কারপূর্বক নদী ভাঙনরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য