স্পোর্টস ডেস্ক
আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে শতবর্ষী কোপা আমেরিকার আসর। সেখানেই চালু হচ্ছে লাল ও হলুদের পাশাপাশি গোলাপি কার্ড। আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম নতুন রঙের কার্ড দেখতে চলছে ফুটবলপ্রেমিরা। এই নতুন কার্ডের অনুমোদনও দিয়েছে ফুটবলের আইন প্রণয়ন সংস্থা (আইএফএবি)। ফুটবলে শাস্তি দেওয়ার ক্ষেত্রে সাধারণত হলুদ এবং লাল কার্ড দেখানো হয়। এ ক্ষেত্রে গোলাপি কার্ডের সাহায্যে কোনো খেলোয়াড়কে শাস্তি দেওয়া হচ্ছে না। গোলাপি কার্ড ব্যবহার করা হবে সম্পূর্ণ ভিন্ন কারণে। যদি খেলার মাঝে কোনো ফুটবলার মাথায় চোট পান বা কনকাশনের কারণে ফুটবলারকে তুলে নিতে হয়, তখন এই কার্ড দেখিয়ে দর্শক এবং বিপক্ষ দলকে সেটি জানিয়ে দেবেন রেফারি। যদি কনকাশন সাব হিসাবে কোনো খেলোয়াড় পরিবর্তন করতে হয়, তাহলে সংশ্লিষ্ট দলের কোচ গিয়ে মাঠের রেফারি বা চতুর্থ রেফারিকে বলতে পারেন। তখন মাঠের রেফারি গোলাপি কার্ড দেখিয়ে বিষয়টি অনুমোদন করবেন। ফুটবলের নিয়ম অনুযায়ী এখন যেকোনো দল পাঁচ জন করে ফুটবলার পরিবর্তন করতে পারে। কিন্তু কোনো দল গোলাপি কার্ডের মাধ্যমে কনকাশন হওয়া বা মাথায় চোট পাওয়া ফুটবলার তুলে নিলে, এটি সেই পাঁচ জনের মধ্যে ধরা হবে না। ফলে মোট ছয়জন ফুটবলার পরিবর্তন করতে পারবে সেই দল। যে মুহূর্তে রেফারি কোনো দলের খেলোয়াড়কে গোলাপি কার্ড দেখাবেন, তখন বিপক্ষ দলও পাঁচ জনের বাইরে অতিরিক্ত একজন ফুটবলার পরিবর্তন করতে পারবে। তবে সেটা কনকাশন পরিবর্ত নয়। সাধারণ ফুটবলারকেও পরিবর্তন করা যাবে। দুইদলের মধ্যে ভারসাম্য আনতেই এই সিদ্ধান্ত।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
