নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি
ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুর জেলার কানাইপুর বাজারে এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ৮ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে করিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন আহমেদ জানান, বেলা ১ টার দিকে কানাইপুর বাজার সংলগ্ন ব্রিজের উপরে ঢাকা গামী রয়েল এক্সপ্রেস এর সাথে মাগুরা গামী ডিডি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় অন্তত ৮ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে এক নারীর সহ তিনজনকে মৃত নিশ্চিত করেন চিকিৎসক।
নিহতদের মধ্যে প্রাথমিকভাবে দুইজনের পরিচয় মিলেছে। নাম রঞ্জিত কুমার ও আতিয়ার শেখ। গুরুতর আহত আরো সাত জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
তিনি আরো জানান, দ্রুত উদ্ধার কাজ শেষ করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
