ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

জয়ের হাসিতে শাভির বার্সেলোনা অধ্যায় শেষ

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৪ ০৮:২৫:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৪ ০৮:২৫:৪৭ অপরাহ্ন
জয়ের হাসিতে শাভির বার্সেলোনা অধ্যায় শেষ জয়ের হাসিতে শাভির বার্সেলোনা অধ্যায় শেষ
স্পোর্টস ডেস্ক
আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই হলো দারুণচমৎকার কিছু গোলের দেখা মিললপোস্ট আর ক্রসবার বাধা হয়ে দাঁড়াল একাধিকবারসবশেষে, সেভিয়ার বিপক্ষে জয়ের হাসিতে মাঠ ছাড়ল বার্সেলোনাপ্রতিপক্ষের মাঠে রোববার রাতে লা লিগার শেষ রাউন্ডে ২-১ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরাপ্রথমার্ধে রবের্ত লেভানদোভস্কি সফরকারীদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন ইউসুফ এন-নেসরিবিরতির পর ফের্মিন লোপেসের গোল গড়ে দেয় ব্যবধানশিরোপাহীন মৌসুমের শেষটা জয় দিয়ে করতে পারল বার্সেলোনাএই ম্যাচ দিয়ে শেষ হলো দলটিতে কোচ শাভি এর্নান্দেসের আড়াই বছরের পথচলাগত শুক্রবার ক্লাবের সাবেক এই মিডফিল্ডারকে কোচের পদ থেকে বরখাস্ত করে বার্সেলোনাচার ম্যাচ হাতে রেখেই এবার লিগ শিরোপা জেতে রেয়াল মাদ্রিদবার্সেলোনার রানার্সআপ হওয়াও নিশ্চিত হয় আগেই৩৮ ম্যাচে ২৬ জয় ও ৭ ড্রয়ে ৮৫ পয়েন্ট নিয়ে আসর শেষ করল তারা, চ্যাম্পিয়নদের চেয়ে যা ১০ পয়েন্ট কম৪১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে সেভিয়াপঞ্চদশ মিনিটে লক্ষ্যে থাকা ম্যাচের প্রথম শটেই সাফল্য পায় বার্সেলোনাজোয়াও কানসেলোর ক্রসে দূরের পোস্টে লাফিয়ে অবিশ্বাস্যভাবে ব্যাকহিল ফ্লিকে বল জালে পাঠান লেভানদোভস্কিএবারের লা লিগায় ৩৫ বছর বয়সী পোলিশ স্ট্রাইকারের গোল হলো ১৯টি, বার্সেলোনার কারও যা সর্বোচ্চপাঁচ মিনিট পর দারুণ সেভে জাল অক্ষত রাখেন মার্ক-আন্ড্রে টের স্টেগেনডান দিক থেকে দোদি লুকবাকিওর শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন জার্মান গোলরক্ষক৩১তম মিনিটে আর পারেননি তিনিসতীর্থের পাসে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে শটে সেভিয়াকে সমতায় ফেরান এন-নেসরিচার মিনিট পর ফের লিড প্রায় পেয়েই যাচ্ছিল বার্সেলোনালেভানদোভস্কির হেড পাসে কাছ থেকে পেদ্রির হেডে বল এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান সেভিয়া গোলরক্ষক৩৭তম মিনিটে ভাগ্যের ফেরে গোল পাননি পেদ্রিএ যাত্রায় স্প্যানিশ মিডফিল্ডারের বাম পায়ের শট ক্রসবারে লাগে৪৪তম মিনিটে কানসেলোর শটও পোস্টে বাধা পায়পরের মিনিটে সেভিয়ার লুকবাকিওর হেড লাগে পোস্টে৫৯তম মিনিটে ফের এগিয়ে যায় বার্সেলোনাইলকাই গিন্দোয়ানের পাস বাম দিকে পেয়ে একটু আড়াআড়ি দৌড়ে বক্সের বাইরে থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন ফের্মিনবার্সেলোনার মূল দলের হয়ে অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তরুণ স্প্যানিশ মিডফিল্ডারের গোল হলো ১১টি, এর মধ্যে লা লিগায় ৮টি৭৩তম মিনিটে আরেকটি দুর্দান্ত সেভ করেন টের স্টেগেনবক্সের বাইরে থেকে পেদ্রোসার শট লাফিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন তিনিবাকি সময়ে আর কিছু করে দেখাতে পারেনি কেউগত জানুয়ারিতে হুট করেই মৌসুম শেষে বার্সেলোনার দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন শাভিকোনোভাবেই নিজের সিদ্ধান্তে পরিবর্তন না করার কথা বললেও, গত এপ্রিলে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বিশদ আলোচনার পর বদলে যায় তার ভাবনাচুক্তির আরেকটি মৌসুম থেকে যাওয়ার কথা নিশ্চিত করেন তিনিকিন্তু নাটকীয় পালাবদলে এক মাস পরই তাকে চাকরিচ্যুত করে কাতালান ক্লাবটিসূত্রের বরাত দিয়ে বিবিসি, ইএসপিএনসহ আরও অনেক গণমাধ্যমের খবর, বার্সেলোনার দায়িত্ব নিতে যাচ্ছেন বায়ার্ন মিউনিখ ও জার্মানির সাবেক কোচ হান্স ফ্লিক
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য