
পার্বতীপুরে মধ্যপাড়া রেল স্টেশনের কৃষিজমি বুঝিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন


পার্বতীপুর (দিনাজপুর) থেকে মো. মিজানুর রহমান মিজান
পার্বতীপুরে মধ্যপাড়া রেল স্টেশনের ১২ একর কৃষি জমি বৈধ লিজধারীদের নিকট বুঝিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেন ৯ জন লিজ গ্রহণকারী কৃষক। গত ১১ আগস্ট বেলা ২টায় রহমতনগর রেলগেটে ১০নং হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া রেল স্টেশনের রেল লাইনের দু‘ধারে ১২ একর লীজকৃত কৃষি জমি জেনারেল ভূট্টু, আবু বক্কর ছিদ্দিক, জোনাব আলী, বায়েজীদ বোস্তারী, ইলিয়াছ আলী, সানোয়ার হোসেন, মিজানুর, মেহেরুল ও তাজুল ইসলাম গং দের নামে গত ২৩-৭-২০২৫ তারিখে এদের নিজ নামে লিজ প্রদান করেন বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ে পাক্শী।
পার্বতীপুর মধ্যপাড়া রেল স্টেশনের ১২ একর কৃষি জমি ইতিপূর্বে সাজ্জাদ হোসেন রুবেল, সাজেদুর রহমান, রওনক ফেরদৌসী, সুফিয়া খাতুন, জাহানারা বেগম, মাহমুদা রওশন, নুরুল নবী ও আবুল ফজল রিজভী গংদের অবৈধ লিজ গত ৮-৭-২০২৫ তারিখে বাতিল করেন রেল কর্তৃপক্ষ। তখন হতে লীজ গ্রহণকারীরা কিছ্ ুজমি দখল বুঝিয়া পাইলেও আরো অনেক জমি দখল ছেড়ে না দেয়া ভুক্তভুগীরা রেলওয়ে কর্তৃপক্ষের নিকট শান্তিপূর্ণভাবে দখল বুঝে দেয়া দাবি করেন। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন। সংবাদ সম্মেলনে উল্লেখ করেন যে লিজ গ্রহণ করার পর হতে লিজ গ্রহণকারীদের বিভিন্ন রকম প্রাণ নাশের হুমকি প্রদানসহ ভয়ভীতি দেখিয়ে আসছে অবৈধ দখলকারীরা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ