স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে কঠিন সমস্যার মুখে অস্ট্রেলিয়া দল। ওয়ার্ম-আপ ম্যাচের আগে তারা খেলোয়াড় সংকটে পড়েছে। আইপিএলে অংশ নেওয়া তারকারা কয়েকদিনের বিশ্রাম পাওয়ায় তাদের দলের সদস্য সংখ্যা নেমে এসেছে মাত্র ৯ জনে! প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার অস্ট্রেলিয়া নামিবিয়ার মুখোমুখি হবে। সেদিন ৯জন খেলোয়াড়দের মধ্যে আবার অধিনায়ক মিচেল মার্শ বোলিং করতে পারবেন না। আইপিএল ফাইনাল খেলা প্যাট কামিন্স, ট্রাভিস হেড ও মিচেল স্টার্ক বিশ্বকাপে অংশ নেওয়ার আগে অস্ট্রেলিয়া উড়ে যাবেন। প্লে-অফে বিদায় নেওয়া বেঙ্গালুরুর খেলোয়াড় গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিন অবশ্য বাড়িতে অবসর কাটাচ্ছেন। এই পাঁচজনেরই মূল টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে বারবাডোসে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ ৫ জুন, প্রতিপক্ষ ওমান। দলের আরেক তারকা মার্কাস স্টয়নিসও এখনও ক্যারিবিয়ান পৌঁছাননি। খেলোয়াড় সংকট থাকায় এখন কোচিং স্টাফদের মধ্য থেকে বদলি ফিল্ডার নামানোর কথা শোনা যাচ্ছে। টুর্নামেন্টের জন্য সাপোর্ট স্টাফদের দলে সম্প্রতি যোগ দিয়েছেন ব্র্যাড হজ। ফলে তাকে সহ হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, প্রধান নির্বাচক জর্জ বেইলি ও অ্যাসিসট্যান্ট কোচ আন্দ্রে বোরাভেককে ডাকা হতে পারে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
