ঢাকা , বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ , ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা আ’লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও অভ্যুত্থান সর্বনাশ ডেকে আনছে তামাক শেখ হাসিনা-রেহানা টিউলিপের তিন মামলায় বাদীদের সাক্ষ্য গ্রহণ ডাকসু নির্বাচন নিয়ে অমনোযোগী ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে কাফনের কাপড় পরে বস্তিবাসীদের অবস্থান পাথর লুটে প্রশাসনের দায় আছে কিনা খতিয়ে দেখবে দুদক রাজস্ব ঘাটতি না কমলেও শুল্কছাড়ে উদার সরকার ধর্মভিত্তিক একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে-রিজভী জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার কৃষি খাতকে দখলে নিতে চায় যুক্তরাষ্ট্র, শঙ্কা প্রাণিসম্পদ উপদেষ্টার ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না-অর্থ উপদেষ্টা প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে কানাডা যাচ্ছেন সিইসি পণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতার নাভিশ্বাস বকশীগঞ্জের সাবেক মেয়র উত্তরা থেকে গ্রেফতার বরিশাল মেডিকেলের আন্দোলনের সঙ্গে একাত্মতা স্বাস্থ্যের ডিজির গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচি ঘিরে সহিংসতার তদন্ত শুরু বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারেÑ গোলাম পরওয়ার আধুনিক প্রযুক্তিতে অধিক পরিমাণ মাছ শিকার করছে ভারতের জেলেরা

পাইকগাছায় জলাবদ্ধতায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে আমন আবাদ অনিশ্চিত

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১০:২৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১০:২৪:২৯ অপরাহ্ন
পাইকগাছায় জলাবদ্ধতায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে আমন আবাদ অনিশ্চিত
পাইকগাছা প্রকাশ ঘোষ বিধান
আষাঢ়ের টানা বৃষ্টিতে পাইকগাছায় আমন আবাদের বীজতলা পানিতে তলিয়ে যাওয়ায় ধানের আবাদ নিয়ে বিপাকে পড়েছে চাষিরা। বারবার বীজতলা তৈরির পরও বীজতলা পানিতে তলিয়ে নষ্ট হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
অতিবর্ষণ জনিত কারণে জলাবদ্ধতায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। আমন ধানের মৌসুমের শুরুতেই ৩৮৫ হেক্টর জমিতে লাগানো বীজতলা ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে ৬৫ হেক্টর বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কৃষকরা বারবার বীজতলা তৈরি করছে আর বৃষ্টির পানিতে তলিয়ে বীজ তলার চারা পচে নষ্ট হচ্ছে। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বর্ষা মৌসুমের মাস আষাঢ়ের প্রথম থেকেই শুরু হয়েছে অতিবৃষ্টি। বিরতিহীন ভাবে শুরু হওয়া টানা বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল পানিতে ডুবে জলাবদ্ধকতার সৃষ্টি হয়েছে। আর এসব অঞ্চলের চাষিরা আগাম রোপণের জন্য যে সব বীজতলা তৈরি করেছিল তার অধিকাংশই পানিতে তলিয়ে গেছে। যার ফলে আগাম আমন আবাদে নিয়ে কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে।
উপজেলা কৃষি অধিদফতর সূত্রে জানাগেছে উপজেলায় আমন ধানের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৫ হাজার ছয়শ হেক্টর জমি। আমন ধানের আবাদের জন্য ইতিমধ্যে বীজতলা তৈরি করেছিল সাড়ে ৩৮৫ হেক্টর জমিতে। জুলাই মাসের শুরুতে অতি বৃষ্টিপাতের কারণে পাইকগাছা পৌরসভাসহ উপজেলার সকল বিল খাল পানিতে তলিয়ে যাওয়ায় আমন ধানের চাষ অনিশ্চিত হয়ে পড়েছে।
উপজেলার বিভিন্ন অঞ্চলে গিয়ে দেখা গেছে, যে সমস্ত বিলে আমন মৌসুমে ধানের আবাদ হয়ে থাকে ওই সকল বিল বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে পানি থৈ থৈ করছে। আগামীতে আরো প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিলের পানিতে কোনো স্রোত নেই। যার কারণে শুধু আমন ধানের চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। আমন ধানের চাষের জন্যে যে বীজতলা তৈরি করা হয়েছিল তাও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।
উপজেলার রাড়ুলী গ্রামের কৃষক মো. সাজ্জাত আলী বলেন, আমার আমনের বীজতলা দুইবার অতিবৃষ্টি পাতের কারণে পানিতে তলিয়ে নষ্ট হয়েছে, তৃতীয় বার বীজ ফেলে বীজতলা তৈরি করছি। আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। চাঁদখালী ইউনিয়নের কৃষক শহিদুল ইসলাম বলেন, বিলসমুহ প্লাবিত হয়ে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই বিলে আর কোনো ফসল উৎপাদন করা সম্ভব না। এবছর এতো পরিমাণ বৃষ্টি হয়েছে বিলের জমিতে আমন আবাদ অনিশ্চিত হয়ে উঠেছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেয়া না হলে বিল এলাকার হাজার হাজার কৃষকের জীবনে নেমে আসবে অবর্ণনীয় দুর্ভোগ।
পাইকগাছা কৃষি অধিদফতরের কৃষি অফিসার মো. একরামুল হোসেন বলেন, বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে বিলে  জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চাঁদখালী ইউনিয়ানে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়। বিলের পানি নিষ্কাশন না হলে বেশির ভাগ জমি পতিত থেকে যাবে। এতে আমন আবাদের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কৃষি অফিস থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ ধান দিয়ে সহযোগিতা করা হচ্ছে। বীজতলা তৈরি করতে পারলে একটু দেরিতে রোপণ করলে আমন আবাদে খুব বেশি সমস্যা হবে না।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য