ঢাকা , বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ , ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঐতিহ্যবাহী শেরপুর চেম্বার অফ কমার্সের নির্বাচন স্থগিত বেনাপোলে বিভিন্ন মামলায় পরওনাভুক্ত ১১ আসামি গ্রেফতার শেরপুরে নিষিদ্ধ পলিথিন রাখায় ৩ দোকানিকে জরিমানা পাইকগাছায় জলাবদ্ধতায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে আমন আবাদ অনিশ্চিত চৌগাছায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে নলছিটিতে মানববন্ধন কর্মসূচি পালিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত উমালোচন উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কলমাকান্দায় ২ দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত মধুুপুরে ব্রিজের অভাবে জনদুর্ভোগ চরমে পিএসজি ছাড়ছেন দোন্নারুমা দাপুটে জয়ে প্রস্তুতিপর্ব শেষ করলো রিয়াল নেপালের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে নেই সামিত নারী দলকে পাওয়ার হিটিং শেখাচ্ছেন জুলিয়ান উড বিব্রতকর রেকর্ডের মুখোমুখি হলেন রশিদ খান ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক দিলেন হরভজন পাকিস্তানকে ৯২ রানে গুঁড়িয়ে সিরিজ জিতলো উইন্ডিজ জুনিয়র টাইগারদের প্রশংসায় ভাসালেন কোচ নাভিদ শোকজের পর এবার এনসিপি নেতা নিজামকে বহিষ্কার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১০:১৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১০:১৭:৫২ অপরাহ্ন
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
পঞ্চগড় থেকে মুহম্মদ তরিকুল ইসলাম
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
গত ১২ আগস্ট সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ এর আয়োজন করেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার এর সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মো. নাফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় অফিসার মো. মামুনুর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আলী, উপজেলা মৎস্য অফিসার মো. মাহবুবুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স অফিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, যুব উন্নয়নে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, উদ্যোক্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিওকর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। 
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মো. নাফিজুল ইসলাম জানান, অনুষ্ঠান শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের পক্ষ থেকে দুই জন উদ্যোক্তাকে ২লাখ ৫০ হাজার টাকার নগদ চেক প্রদান করা হয়েছে। তাঁরা হলেন, আব্দুল্লাহ ইবনে বিন মোস্তফা হাদিনকে কম্পিউটারের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং ছলেমান হোসেন সাঈমকে ছাগল ও মুরগি পালনের জন্য ১লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জনের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ