ঢাকা , বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ , ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জের সাবেক মেয়র উত্তরা থেকে গ্রেফতার বরিশাল মেডিকেলের আন্দোলনের সঙ্গে একাত্মতা স্বাস্থ্যের ডিজির গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচি ঘিরে সহিংসতার তদন্ত শুরু বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারেÑ গোলাম পরওয়ার আধুনিক প্রযুক্তিতে অধিক পরিমাণ মাছ শিকার করছে ভারতের জেলেরা মতিঝিল আইডিয়ালে যৌন হয়রানির শিকার শিক্ষিকা বরখাস্ত কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০ আমি আমার মেয়েকে জীবিত চাই, নইলে ক্ষতিপূরণ চাই : ফারুক হোসেন তিস্তার পানি বিপদসীমার ওপরে নিচু এলাকা প্লাবিত গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাবেন আসিফ মাহমুদ অর্থ সংকটে বন্ধের পথে টেলিমেডিসিন সেবা গাইবান্ধায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন পার্বতীপুরে মধ্যপাড়া রেল স্টেশনের কৃষিজমি বুঝিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন বন্দর ব্যবহারে মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে : শাহীন রহমান আমতলীতে বিআরডিবির চেয়ারম্যান হলেন মামুন সিকদার ঐতিহ্যবাহী শেরপুর চেম্বার অফ কমার্সের নির্বাচন স্থগিত বেনাপোলে বিভিন্ন মামলায় পরওনাভুক্ত ১১ আসামি গ্রেফতার শেরপুরে নিষিদ্ধ পলিথিন রাখায় ৩ দোকানিকে জরিমানা পাইকগাছায় জলাবদ্ধতায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে আমন আবাদ অনিশ্চিত

নেপালের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে নেই সামিত

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৭:১৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৭:১৬:৩৪ অপরাহ্ন
নেপালের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে নেই সামিত
সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল নেপালের কাঠমান্ডুতে দু’টি প্রীতি ম্যাচ খেলবে। ঐ দুই ম্যাচের জন্য গতকাল বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু হয়েছে। নেপালে প্রীতি ম্যাচে কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম খেলবেন না। তবে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরির ক্লাবের সঙ্গে যোগাযোগ করছে বাফুফে। ফিফা উইন্ডোতে ৭২ ঘন্টা আগে জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে বাধ্য ক্লাবগুলো। আন্তর্জাতিক এই নিয়ম থাকলেও এবার সেপ্টেম্বর উইন্ডোতে সামিতকে আনছে না বাংলাদেশ। জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘সামিতের সেপ্টেম্বরে ক্লাব ফুটবলের ম্যাচ রয়েছে। এজন্য তাকে সেপ্টেম্বর উইন্ডোতে প্রাথমিক তালিকায় রাখা হয়নি। হামজা চৌধুরি রয়েছেন তালিকায়।’ সামিত কানাডায় কাভারলির হয়ে খেলেন। ৬ ও ১৪ সেপ্টেম্বর কানাডিয়ান লিগে তাদের দু’টি ম্যাচ রয়েছে। বাংলাদেশ সেই সময় ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলবে। জাতীয় দলে ডাক পেলে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য হলেও বাফুফে কানাডার ক্লাবের সঙ্গে যেন এই জটিলতায় যেতে চায় না, ‘খেলোয়াড়েরা ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। ক্লাব ও খেলোয়াড়ের বিষয়টিও ফেডারেশনকে দেখতে হয়।’ সেপ্টেম্বর উইন্ডোতে প্রীতি ম্যাচে হামজা চৌধুরিও না আসতে পারেন এমন গুঞ্জন ছিল। তবে টিম হোটেলে ম্যানেজার বলেন, ‘কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজা রয়েছেন। ইতোমধ্যে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দেয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য তার ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলমান।’ অনেক সময় অবশ্য ফিফা উইন্ডো মহাদেশ ভিত্তিক ভিন্নও হয়। তখন আবার ক্লাবগুলোর দর-কষাকষির সুযোগ থাকে বেশি। অক্টোবরে এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টে হংকংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচে বাংলাদেশের অন্যতম ভরসা হামজা-সামিত। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ দলের দুই ম্যাচ খেলতে পারলে সবার সঙ্গে বোঝাপড়ায় অনেক সুবিধা হতো। বাফুফে আগেই সামিতের হাল ছেড়ে দিয়ে এখন হামজার চেষ্টা করছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ