ঢাকা , বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ , ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মধুুপুরে ব্রিজের অভাবে জনদুর্ভোগ চরমে পিএসজি ছাড়ছেন দোন্নারুমা দাপুটে জয়ে প্রস্তুতিপর্ব শেষ করলো রিয়াল নেপালের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে নেই সামিত নারী দলকে পাওয়ার হিটিং শেখাচ্ছেন জুলিয়ান উড বিব্রতকর রেকর্ডের মুখোমুখি হলেন রশিদ খান ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক দিলেন হরভজন পাকিস্তানকে ৯২ রানে গুঁড়িয়ে সিরিজ জিতলো উইন্ডিজ জুনিয়র টাইগারদের প্রশংসায় ভাসালেন কোচ নাভিদ শোকজের পর এবার এনসিপি নেতা নিজামকে বহিষ্কার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না শর্তের বেড়াজালে ত্রয়োদশ নির্বাচনী যাত্রা অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার নির্বাচন নিয়ে অনেকেই ষড়যন্ত্র করছে- রিজভী বিচারপতি ভবনসহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধÑ ডিএমপি বন্ধ হলো কাপ্তাই হ্রদের পানি বিদ্যুৎকেন্দ্রের বাঁধের সব জলকপাট নতুন ৭টি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে ওয়ালটন হত্যাকাণ্ডে চার জনের সংশ্লিষ্টতা গ্রেফতার ১৪ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ কারিগরি অধিদফতরের সামনে অবস্থান শিক্ষার্থীদের

নেপালের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে নেই সামিত

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৭:১৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৭:১৬:৩৪ অপরাহ্ন
নেপালের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে নেই সামিত
সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল নেপালের কাঠমান্ডুতে দু’টি প্রীতি ম্যাচ খেলবে। ঐ দুই ম্যাচের জন্য গতকাল বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু হয়েছে। নেপালে প্রীতি ম্যাচে কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম খেলবেন না। তবে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরির ক্লাবের সঙ্গে যোগাযোগ করছে বাফুফে। ফিফা উইন্ডোতে ৭২ ঘন্টা আগে জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে বাধ্য ক্লাবগুলো। আন্তর্জাতিক এই নিয়ম থাকলেও এবার সেপ্টেম্বর উইন্ডোতে সামিতকে আনছে না বাংলাদেশ। জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘সামিতের সেপ্টেম্বরে ক্লাব ফুটবলের ম্যাচ রয়েছে। এজন্য তাকে সেপ্টেম্বর উইন্ডোতে প্রাথমিক তালিকায় রাখা হয়নি। হামজা চৌধুরি রয়েছেন তালিকায়।’ সামিত কানাডায় কাভারলির হয়ে খেলেন। ৬ ও ১৪ সেপ্টেম্বর কানাডিয়ান লিগে তাদের দু’টি ম্যাচ রয়েছে। বাংলাদেশ সেই সময় ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলবে। জাতীয় দলে ডাক পেলে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য হলেও বাফুফে কানাডার ক্লাবের সঙ্গে যেন এই জটিলতায় যেতে চায় না, ‘খেলোয়াড়েরা ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। ক্লাব ও খেলোয়াড়ের বিষয়টিও ফেডারেশনকে দেখতে হয়।’ সেপ্টেম্বর উইন্ডোতে প্রীতি ম্যাচে হামজা চৌধুরিও না আসতে পারেন এমন গুঞ্জন ছিল। তবে টিম হোটেলে ম্যানেজার বলেন, ‘কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজা রয়েছেন। ইতোমধ্যে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দেয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য তার ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলমান।’ অনেক সময় অবশ্য ফিফা উইন্ডো মহাদেশ ভিত্তিক ভিন্নও হয়। তখন আবার ক্লাবগুলোর দর-কষাকষির সুযোগ থাকে বেশি। অক্টোবরে এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টে হংকংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচে বাংলাদেশের অন্যতম ভরসা হামজা-সামিত। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ দলের দুই ম্যাচ খেলতে পারলে সবার সঙ্গে বোঝাপড়ায় অনেক সুবিধা হতো। বাফুফে আগেই সামিতের হাল ছেড়ে দিয়ে এখন হামজার চেষ্টা করছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স