ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জন্মদিন উদযাপন করে সমালোচনার মুখে পড়লেন ইয়ামাল বিশ্বকাপজয়ী আলমাদাকে দলে ভেড়াচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ ৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেডে’ অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের শাস্তির সম্মুখীন হলেন স্টোকসরা বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার ঢাকায় পৌঁছালো পাকিস্তান দল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিলো রিশাদ বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত শতকোটি টাকা ব্যয়ে হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাইয়ের চেতনায় একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার রাজনৈতিক অস্থিরতার প্রভাব শেয়ারবাজারে ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি যৌক্তিক শুল্ক প্রত্যাশা বাংলাদেশের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার-খাদ্য উপদেষ্টা ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে-অর্থ উপদেষ্টা এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চূড়ান্ত সুখবর-পরিবেশ উপদেষ্টা পঞ্চদশ সংশোধনীতে হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন : বদিউল আলম মজুমদার নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৪ ০৮:২৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৪ ০৮:২৩:০৯ অপরাহ্ন
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু
স্পোর্টস ডেস্ক
মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এলাকার রাজনৈতিক কর্মীদের ভিড়স্কুল শিক্ষার্থীরাও বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে হাজিরনিজেদের আয়োজনে এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল বিশ্বকাপ কাবাডির সেমিফাইনাল খেলা দক্ষিণ কোরিয়াবাংলাদেশের খেলোয়াড় রাসেল, মিজান, ইয়াসিন আরাফাত, জিয়াউর রহমান জিয়া, আরদুজ্জামান, আল আমিন, রাসেল, রোমানদের ধারণা ছিল দক্ষিণ কোরিয়া যতই শক্তিশালী হোক, লড়াইটা মাঝপথে থেকে না যায়নিজেদের সামর্থ্যরে মধ্যেই খেলতে হবেম্যাটে নেমে ঘটেছে উলটোবড় ব্যবধানে হেরেছে দক্ষিণ কোরিয়াবাংলাদেশ ৬৭-২২ পয়েন্টে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকেবাংলাদেশের খেলোয়াড়দের ভাবনায় ছিল জেতা কঠিন হলেও অসম্ভব কিছু নাকিন্তু কাল যেন ম্যাটে নেমে বাংলাদেশের দিকে ধেয়ে আসা রেমাল ঝড় দেখল দক্ষিণ কোরিয়াএই টুর্নামেন্টের গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশএবার চতুর্থ টুর্নামেন্টেও তাদের টার্গেট চ্যাম্পিয়ন হওয়াআগের আসরগুলোতে দক্ষিণ কোরিয়া আসেনি, ছিল না জাপানএই দুই দেশ ২০১২ এবং ২০১৬ বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছিলতারা এবার বাংলাদেশের টুর্নামেন্টে খেলছেগ্রুপ পর্বে বাংলাদেশের সঙ্গী নেপাল, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াঅন্য গ্রুপে ইরাক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কেনিয়া, উগান্ডা, জাপান খেলছেমূলত দক্ষিণ কোরিয়া এবং জাপান এই টুর্নামেন্টের শক্তিশালী দলকাল উদ্বোধনী লড়াইয়ে নামের শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশকত সহজেই জয় পেয়েছে বাংলাদেশজানা গেছে, দক্ষিণ কোরিয়ার যে দলটি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল সেই দলের নাকি ছয়-সাত জন আসেননিতাছাড়া যারা এসেছেন তারা দুই দিনে এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারেননিপ্রচণ্ড গরম আর যেখানে খেলা হয়েছে সেখানে এসি থাকলেও গরম ছিলদক্ষিণ কোরিয়া যেভাবেই দেখুক কাগজে-কলমে বাংলাদেশের জয়টাই লেখা থাকবেপাঁচটি লোনাসহ ম্যাচ জেতে বাংলাদেশপ্রথমার্ধে ২৪-১১ পয়েন্টে এগিয়ে ছিলবাংলাদেশের তারকা রেইডার মিজানুর রহমান একাই ২১ পয়েন্ট এনে দেনঅধিনায়ক আরদুজ্জামান মুন্সি আনেন ১০ পয়েন্টম্যাচে অসাধারণ নৈপুণ্যে দেখিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান মিজানুরবাংলাদেশের কোচ আবদুল জলিল বলেন, ‘কোরিয়ার মতো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে ছেলেদের যেভাবে পরিকল্পনা দেওয়া হয়েছিল সেটা তারা ম্যাটে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেগতকাল সোমবার মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ, সেখানেও আশাকরি ছেলেরা জয় ছিনিয়ে আনবেম্যাচসেরা মিজানুর রহমান বলেন, ‘আমরা প্রথম ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে বড় জয় পেয়েছিএই ধারাবাহিকতা ধরে রেখে আমরা পুরো টুর্নামেন্টে খেলতে চাইআমরা শিরোপা জিততে চাই
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য