ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএনপি নেতা ফারুকের বক্তব্য মিথ্যা-ভিত্তিহীন-জামায়াত দুই দলের সংস্কার প্রস্তাব জমা জাতীয় ঐকমত্য কমিশনে শিল্প খাতে গ্যাসের দাম বাড়ল ৩৩ শতাংশ -উদ্বেগে উদ্যোক্তারা বৈষম্যহীন কর ব্যবস্থার দিকে এগোচ্ছে এনবিআর : এনবিআর চেয়ারম্যান চার বিসিএস নিয়ে সিদ্ধান্ত জানালো পিএসসি আত্মপরিচয়ে পহেলা বৈশাখ উজ্জ্বল উপাদান-তারেক রহমান পহেলা বৈশাখ বাঙালীর মহা ঐক্যের দিন -জিএম কাদের প্রত্যেকে নিজ নিজ উপায়ে, রীতি অনুযায়ী পহেলা বৈশাখ উদযাপন করবেন-প্রধান উপদেষ্টা ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাত আতঙ্ক মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে ১২ জন গ্রেফতার কদমতলীতে গরম তেল ঢেলে স্ত্রীকে হত্যা স্বামীর মৃত্যুদণ্ড হাঁকডাক করে বিনিয়োগ সম্মেলনের সুবিধা পাবে না বাংলাদেশÑ এবি পার্টি চাঞ্চল্যকর আছিয়া ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট সরকারের মেয়াদ দীর্ঘ করতে নানামুখী ষড়যন্ত্র চলছে- প্রিন্স ভাড়ায় উড়োজাহাজ না পাওয়ায় ছোট হচ্ছে বিমানের বহর নিঝুমদ্বীপে সংরক্ষিত বনাঞ্চলে অব্যবস্থাপনা, ব্যর্থ টাস্কফোর্স রিজার্ভে উন্নতি, নিট রিজার্ভেও আশার আলো : বাংলাদেশ ব্যাংক তিন মাস ধরে বন্ধ ইয়াংগুন টেকনাফ সীমান্ত বাণিজ্য ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২১ ইউক্রেনের সুমি শহরে রুশ হামলায় নিহত ২০: জেলেনস্কি

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করলো উইন্ডিজ

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৪ ০৮:২২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৪ ০৮:২২:৩৫ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করলো উইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করলো উইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
সিরিজ জয় নিশ্চিত হয়েছিল আগেইশেষ ম্যাচ থেকে ওয়েস্ট ইন্ডিজের চাওয়া ছিল কিছুজয়ের ধারা ধরে রাখা তো বটেই, বিশ্বকাপের আগে জনসন চার্লস ও শামার জোসেফদের ছন্দে ফেরার অপেক্ষাতেও ছিল তারাচাওয়াগুলোর সঙ্গে পাওয়া মিলে গেল প্রায় এক বিন্দুতেজোসেফ দারুণ বোলিং করলেন, চার্লসের ব্যাটে দেখা গেল তাণ্ডবক্যারিবিয়ানদের সিরিজ জয় পূর্ণতা পেল দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেতৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে বিধ্বস্ত করে তিন ম্যাচের সিরিজের সবকটি ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজজ্যামাইকায় রোববার প্রোটিয়াদের ১৬৩ রানে আটকে রাখেন ক্যারিবিয়ান বোলাররাআগের ম্যাচে এক ওভারেই ২১ রান হজম করা পেসার শামার জোসেফ এবার চার ওভারে ২৬ রান দিয়ে নেন দুই উইকেটদুর্দান্ত ফর্মে থাকা গুডাকেশ মোটিরও প্রাপ্তি দুই উইকেটজেসন হোল্ডারের চোটে শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে ঢুকে যাওয়া পেসার ওবেড ম্যাককয় একটু খরুচে হলেও উইকেট শিকার করেন তিনটিরান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ বিধ্বংসী ব্যাটিংয়ে জিতে যায় ৩৭ বল বাকি রেখেই৯ চার ও ৫ ছক্কায় স্রেফ ২৬ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন চার্লসবিশ্বকাপের আগে তার ফর্মে ফেরা দারুণ জরুরি ছিল দলের জন্য১০ ম্যাচ পর ফিফটি করে দলের দুর্ভাবনা কমিয়েছেন এই ওপেনারস্যাবাইনা পার্কে টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা শুরুটাই ভালো করতে পারেনিআগের ম্যাচে ৫ ওভারে ৮২ রান তোলা দুই ওপেনার কুইন্টন ডি কক (১৮ বলে ১৯) ও রিজা হেনড্রিকস (৬ বলে ৬) এই ম্যাচে ব্যর্থভালো করতে পারেননি পরের দুই ব্যাটসম্যানও৫০ রান তুলতেই দল হারায় চার উইকেটসেখান থেকে দলকে কিছুটা উদ্ধার করে রাসি ফন ডার ডাসেন ও ভিয়ান মুল্ডারের ৪৯ বলে ৭৭ রানের জুটিভারপ্রাপ্ত অধিনায়ক ফন ডার ডাসেন করেন ৩১ বলে ৫০, ২৮ বলে ৩৬ মুল্ডারপরে অভিষিক্ত প্যাট্রিক ক্রুগার অপরাজিত ১৬ রান করে কোনোরকমে দলকে ১৬০ পার করানতবে সেই পুঁজি নিয়ে দক্ষিণ আফ্রিকার লড়াইয়ের সম্ভাবনা শুরুতেই ধ্বংস করে দেন ব্র্যান্ডন কিং ও চার্লসপাওয়ার প্লেতে ৮৩ রান তুলে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারপ্রথম ওভারেই আনরিক নরকিয়াকে টানা তিন বাউন্ডারিতে শুরু করেন চার্লসপরের ওভারে দুই ওপেনারের ব্যাট থেকে আসে ছক্কাএরপর ঝড় চলতেই থাকে৪০ বলে ৯২ রানের উদ্বোধনী জুটি থামে কিংয়ের বিদায়েক্যারিবিয়ানদের ভারপ্রাপ্ত অধিনায়ক করেন চার ছক্কায় ২৮ বল ৪৪২০ বলে ফিফটি করা চার্লস থামেন ৬৯ রানেএরপর আলিক আথানেজকে নিয়ে অনায়াসেই বাকি পথটুকু পাড়ি দেন কাইল মেয়ার্স(২৩ বলে ৩৬*)ম্যাচের সেরা হন চার্লস, আট উইকেট নিয়ে সিরিজের সেরা বাঁহাতি স্পিনার মোটিবিশ্বকাপ প্রস্তুতির জন্য সিরিজটি হলেও আইপিএলের কারণে দুই দলের বিশ্বকাপ স্কোয়াডের অনেকেই খেলতে পারেননিবিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষেদক্ষিণ আফ্রিকা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিজেদের মধ্যেই
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৩/৭ (ডি কক ১৯, হেনড্রিকস ৬, রিকলটন ১৮, ব্রিটস্কে ৫, ফন ডাসেন ৫১, মুল্ডার ৩৬, ক্রুগার ১৬, কুটসিয়া ০, ফোরটান ২; আকিল ৪-০-৩১-০, শামার ৪-০-২৬-২, অ্যালেন ৩-০-২৫-০, ম্যাককয় ৪-০-৩৯-৩, মোটি ৩-০-২১-২, ওয়ালশ ২-০-১৮-০)
ওয়েস্ট ইন্ডিজ: ১৩.৫ ওভারে ১৬৫/২ (কিং ৪৪, চার্লস ৬৯, মেয়ার্স ৩৬*, আথানেজ ৬*; নরকিয়া ২-০-২৬-০, ফোরটান ২-০-২৫-০, কুটসিয়া ৩-০-৩৭-১, মুল্ডার ১-০-৯-০, পিটার ২-০-২৭-১, ক্রুগার ১-০-৮-০, হেনড্রিকস ২.৫-০-২৯-০)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩-০তে জয়ী
ম্যান অব দা ম্যাচ: জনসন চার্লস
ম্যান অব দা সিরিজ: গুডাকেশ মোটি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য