ঢাকা , শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র‌্যাবের ২৮১ টহলদল মোতায়েন আজ বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু ত্রিমুখি সংকটে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় পূজার কেনাকাটা ঘিরে সরগরম রাজধানীর বিপণিবিতান নগরে শরৎ উৎসব ‘সবার বাংলাদেশ’ গড়ার প্রত্যয় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী নিয়ে টিআইবির বিবৃতি ভুল: প্রেস সচিব আলোচনা সভায় আনু মুহাম্মদ নদী দখলে জাতীয় ঐক্য রয়েছে উদ্ধারে নেই পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন ঢাবি ছাত্রীকে ধর্ষণের ভিডিও সত্যি নয়-পুলিশ জুলাই অভ্যুত্থানের ৬৫টি হত্যাসহ ১১৩ মামলার তদন্ত করছে সিআইডি বাজারে সব পণ্যের দাম চড়া নিত্যপণ্য নিয়ে বিপাকে ক্রেতা শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে জামায়াত আমিরের শুভেচ্ছা নেতানিয়াহুর বক্তব্য শুরুর সাথে সাথে খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২১৯ জন পর্যটন শিল্পের উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে-প্রধান উপদেষ্টা ঐক্যবদ্ধ নির্বাচনই রোহিঙ্গা সংকট সমাধানে সহায়ক হবে: ত্রাণ উপদেষ্টা ঠিকাদার-প্রকৌশলীদের গাফিলতি ‘সিংক হোল’ আতঙ্কে নগরবাসী পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে জামায়াতের বিক্ষোভ দুবাইয়ে হত্যার শিকার সবুজের মরদেহ এক মাস পর দেশে এলো বাসাবোতে ককটেলসহ গ্রেফতার ২
বিআইজিডির জরিপ : মব সহিংসতা নিয়ে ৮০ শতাংশ মানুষের উদ্বেগ

ভোট কাকে দেবেন সিদ্ধান্ত নেননি ৪৮ শতাংশ মানুষ

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৬:৪৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৬:৪৮:৩৬ অপরাহ্ন
ভোট কাকে দেবেন সিদ্ধান্ত নেননি ৪৮ শতাংশ মানুষ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কাকে দেবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি ৪৮ দশমিক ৫ শতাংশ মানুষ। এ ছাড়া ভোট দেবেন না বলে জানিয়েছেন ১ দশমিক ৭ শতাংশ মানুষ। অপরদিকে মব সহিংসতা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন  ৮০ শতাংশ মানুষ। দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ওপর চালানো এক জরিপে এ ফলাফল উঠে এসেছে। ভয়েস ফর রিফর্মের সহযোগিতায় এ জরিপ চালিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভার্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)।
গতকাল সোমবার  বাংলাদেশ জাতীয় আর্কাইভ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘জনগণের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা জুলাই- ২০২৫’ শীর্ষক এ জনমত জরিপের ফলাফল তুলে ধরেন বিআইজিডির ফেলো অব প্র্যাক্টিস সৈয়দা সেলিনা আজিজ। ভয়েস ফর রিফর্মের কো-কনভেনার এ কে এম ফাহিম মাশরুরের সভাপতিত্বে ও বিআইজিডির অপারেশনস, স্ট্র্যাটেজি অ্যান্ড পার্টনারশিপের পরিচালক মেহনাজ রব্বানীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআইজিডির সিনিয়র রিসার্চ ফেলো মিরাজ এম হাসান ও আসিফ শাহান।
জরিপ অনুসারে, আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চেয়েছেন ১২ শতাংশ উত্তরদাতা, জামায়াত ইসলামীকে ভোট দিতে চেয়েছেন ১০ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা, আওয়ামী লীগকে ভোট দিতে চেয়েছেন ৭ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ভোট দিতে চেয়েছেন ২ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা, জাতীয় পার্টিকে ভোট দিতে চেয়েছেন শূন্য দশমিক তিন শতাংশ উত্তরদাতা, অন্যান্য ইসলামী দলকে ভোট দিতে চেয়েছেন শূন্য দশমিক সাত শতাংশ উত্তরদাতা, অন্যান্য দলকে ভোট দিতে চেয়েছেন ১ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা। তবে সবচেয়ে বেশি ৪৮ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন। এ ছাড়া ভোট দেবেন না বলে জানিয়েছেন ১ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা এবং উত্তর দিতে চাননি ১৪ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা।
সৈয়দা সেলিনা আজিজ জানান, তৃতীয়বারের মতো এ মতামতভিত্তিক জরিপ পরিচালনা করা হয়েছে। এ জনমত জরিপের উদ্দেশ্য ছিল দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক গতিপ্রকৃতি নিয়ে নাগরিকদের মতামত জানা, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম এবং বর্তমান পরিস্থিতি নিয়ে নাগরিকদের মূল্যায়ন করা, তরুণদের রাজনৈতিক দল বিষয়ে নাগরিকদের ধারণা এবং মতামত জানা এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে মানুষের ভাবনা জানা।
তিনি আরও জানান, চলতি বছরের ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত পরিচালনা করা এ জরিপে ৯ হাজার ২০৩ জনকে টেলিফোন করা হয়। যার মধ্যে ৫ হাজার ৪৮৯ জন উত্তর দিতে রাজি হয়। উত্তরদাতাদের ৪৭ শতাংশ নারী এবং ৫৩ শতাংশ পুরুষ। এর মধ্যে ৭৩ শতাংশ গ্রামে এবং ২৭ শতাংশ শহরে বসবাস করে।
গবেষণার ফলাফল তুলে ধরে সৈয়দা সেলিনা আজিজ বলেন, ২০২৪ সালের আগস্টে আমরা একই ধরনের একটি জনমত জরিপ করেছিলাম। সে সময় দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মানুষের যে আশাবাদ ছিল তা ক্রমশ কমেছে। বর্তমানে ৪২ শতাংশ মানুষ মনে করে রাজনৈতিকভাবে দেশ সঠিক পথে এগোচ্ছে। যা ২০২৪ সালের আগস্টে ছিল ৭১ শতাংশ। এছাড়া সে সময় অর্থনৈতিকভাবে দেশ সঠিক পথে চলছে মনে করা মানুষের হার ৬০ শতাংশ থেকে কমে ৪৫ শতাংশে এসেছে।
তিনি আরও জানান, দেশের বর্তমান প্রধান সমস্যা হিসেবে ১৫ শতাংশ মানুষ অর্থনীতি ও ব্যবসায় মন্দা, ১৪ শতাংশ মানুষ আইনশৃঙ্খলার অবনতি, ১৩ শতাংশ মানুষ রাজনৈতিক অস্থিরতা, নয় শতাংশ মানুষ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, ১৮ শতাংশ মানুষ নির্বাচিত সরকার না থাকা, এক শতাংশ মানুষ গণতন্ত্র না থাকাকে দায়ী করেছেন। এছাড়া উত্তর দিতে চাননি দুই শতাংশ মানুষ, উত্তর জানেন না নয় শতাংশ মানুষ এবং অন্যান্য উত্তর দিয়েছেন ১৮ শতাংশ মানুষ।
বেশিরভাগ মানুষ সংস্কার সম্পর্কে সচেতন ও নির্বাচনের আগেই প্রয়োজনীয় সংস্কার চান বলে জানিয়েছেন সৈয়দা সেলিনা আজিজ। তিনি বলেন, জরিপে অংশ নেওয়া ৫১ শতাংশ উত্তরদাতা ভালো মতো সংস্কার করে তারপর নির্বাচন চায়, ১৭ শতাংশ উত্তরদাতা চায় কিছু জরুরি সংস্কার করে নির্বাচন, সংস্কার বাদ দিয়ে নির্বাচন চায় ১৪ শতাংশ মানুষ। এ বিষয়ে কোনো ধারণা ছিল না ১৩ শতাংশ উত্তরদাতার এবং চার শতাংশ কোনো উত্তর দিতে চাননি।
তিনি আরও জানান, জরিপে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন চেয়েছেন ৩০ শতাংশ, আইন ও বিচার ব্যবস্থার উন্নতি চেয়েছেন ১৬ শতাংশ, নিরাপত্তা নিশ্চিত চেয়েছেন ১১ শতাংশ, অর্থনীতি/ব্যবসা চাঙ্গা চেয়েছেন ১৬ শতাংশ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমুক তা চেয়েছেন ১৩ শতাংশ, বেকারত্ব কমুক চেয়েছেন ১০ শতাংশ, রাজনৈতিক অস্থিরতা ও অসহনশীলতা কমুক চেয়েছেন ১৯ শতাংশ, নির্বাচনী ব্যবস্থার সংস্কার চেয়েছেন ১৯ শতাংশ, দুর্নীতি দমন করা হোক চেয়েছেন ১৭ শতাংশ এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চেয়েছেন ১৪ শতাংশ।
জরিপে মব সহিংসতা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন ৮০ শতাংশ মানুষ। এর মধ্যে ৮০ শতাংশ পুরুষ এবং ৭৯ শতাংশ নারী। মেয়েদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন ৫৬ শতাংশ মানুষ। এর মধ্যে ৫১ শতাংশ পুরুষ ও ৬২ শতাংশ নারী। রাতে চলাচলে নিরাপত্তাহীনতার কথা বলেছেন ৬১ শতাংশ। এর মধ্যে ৫৬ শতাংশ পুরুষ ও ৬৬ শতাংশ নারী। পোশাকের জন্য রাস্তা-ঘাটে হয়রানির কথা বলেছেন ৬৭ শতাংশ। এর মধ্যে ৬৩ শতাংশ পুরুষ ও ৭১ শতাংশ নারী।
সৈয়দা সেলিনা আজিজ বলেন, নির্বাচন নিয়ে ভাবনায় চলতি বছরের ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছেন ৩২ শতাংশ, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছেন ১২ শতাংশ, আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন চেয়েছেন ১১ শতাংশ, আগামী বছরের ডিসেম্বরে বা তার পরে নির্বাচন চেয়েছেন ২৫ শতাংশ। এ ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করেননি দুই শতাংশ, উত্তর জানেন না ১৬ শতাংশ এবং অন্যান্য উত্তর দিয়েছেন তিন শতাংশ উত্তরদাতা। তিনি আরও জানান, সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ৭০ শতাংশ উত্তরদাতা এবং ১৫ শতাংশ উত্তরদাতা মনে করেন নির্বাচন সুষ্ঠু হবে না। 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স